দেখুন ডিডিও
ভোটের মাঠে রাম ভক্তদের কোণঠাসা করতে ‘রামই’ হাতিয়ার তৃণমূলের। রাজ্যজুড়ে রাম নবমীর শোভাযাত্রার আয়োজন রাজ্যের শাসক শিবিরের।
বাদ গেল না বনগাঁও। বুধবার তৃণমূলের পক্ষ থেকেও এই মিছিল বের হল । উপস্থিত ছিলেন আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত ব্যানার্জী, জেলা সভাপতি নারায়ণ ঘোষ, তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস সহ অন্যান্যরা।
এদিন শুরুতে বনগাঁর নিউ মার্কেট এলাকায় রামের পুজো দেওয়া হয়। আর তারপর মিছিল বের হয়। মিছিলটি নিউ মার্কেট এলাকা থেকে শুরু হয়ে বাটা মোড়, মতিগঞ্জ হয়ে ত্রিকোণ পার্কে শেষ হয়। বর্ণাঢ্য এই মিছিলে মহিলা ঢাকি, আদিবাসী মহিলা সহ বিভিন্নস্তরের তৃণমূল নেতা, কর্মী উপস্থিত ছিলেন।
এব্যাপারে বিশ্বজিৎ দাস বলেন, ‘রাম কারোর পৈত্রিক সম্পত্তি নয়। আমরা যারা সনাতন ধর্মের মানুষ, তারা রামকে আগাগোড়া ভগবান হিসেবে পুজো করে আসছি। তাই এরমধ্যে আলাদা করে কারোর বাহাদুরি দেখানোর বিষয় নেই।’
ঋতব্রত ব্যানার্জী বলেন, ‘ধর্ম যার যার, উৎসব সবার, একথা রাজ্যের মুখ্যমন্ত্রী আগেই বলে দিয়েছেন। আর এই রামনবমী পালন শুধুমাত্র একটি রাজনৈতিক দলের অধিকার, এমনটা নয়। বনগাঁ সংস্কৃতির জায়গা। তাই এখানে রামনবমী শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে।’
যদিও তৃণমূলের এই রামনবমী পালনকে কটাক্ষ করেছে বিজেপি। দলের জেলা সভাপতি দেবদাস মন্ডল বলেন, ‘ঠেলায় না পরলে বেড়াল গাছে ওঠে না, এমন একটা কথা চালু আছে। তৃণমূলের এখন সেই অবস্থা। কিন্তু তাতে লাভ হবে না। ভোটে মানুষ এর জবাব দিয়ে দেবে।’
প্রসঙ্গত রাম নবমীর শোভাযাত্রা বাংলায় আগেও হতো। বিশেষত খড়গপুর-আসানসোলে পালিত হত রাম নবমী। কিন্তু তাতে রাজনীতির রং ছিল না। পরবর্তী সময়ে রাম বাংলার রাজনীতিতে প্রাসঙ্গিক হয়ে পড়ে গেরুয়া উত্থানের সঙ্গে সঙ্গে। বিগত বেশ কিছু বছর ধরে হিন্দুত্ববাদী সংগঠনের পাশেই পাল্লা দিয়ে রাম পুজো এবং শোভাযাত্রার আয়োজন করে চলেছে তৃণমূলও।
ভোটের ময়দানে তৃণমূলের দাবি, গেরুয়া শিবির রামকে রাজনৈতিক ভাবে ব্যবহার করছে। আর তাদের ক্ষেত্রে রাম পুজো প্রকৃত ভক্তির নিদর্শন। তৃণমূল নেতৃত্ব সারা রাজ্যের কর্মী নেতাদের জানিয়ে দিয়েছেন রাম নবমী কোনও রাজনৈতিক কর্মসূচি নয়। এটি একটি ধর্মীয় কর্মসূচি। আর রাম কারোর একার সম্পত্তিও নয় । কিন্তু বিজেপি এটিকে রাজনৈতিক ভাবে ব্যবহার করছে । তাই কোনও তৃণমূল নেতা কর্মী প্রার্থী যদি রামনবমীর আয়োজক কমিটির সঙ্গে যুক্ত হতে চান বা নিজেরা আয়োজন করতে চান সেক্ষেত্রে দলের তরফে কোনও বাধা নেই । আর তারপরই রাজ্য জুড়ে তৃণমূলের নেতা কর্মী প্রার্থীরা মেতেছেন রাম নবমী পালনে ।