শেষ হল পুজো, রামলালাকে সাষ্টাঙ্গে প্রণাম প্রধানমন্ত্রীর
শেষ হল রামলালার প্রাণ প্রতিষ্ঠার পুজো। পুজো শেষে রামলালাকে প্রদক্ষিণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর মাটিতে শুয়ে পড়ে প্রণাম করেন তিনি।
দেশের সময় : ঠিক ৮৪ সেকেন্ড। তার মধ্যেই সম্পন্ন হল অযোধ্যার রামমন্দিরে রামের বিগ্রহে ‘প্রাণপ্রতিষ্ঠা’। বিশেষ ওই সময়টুকুর নাম ‘অভিজিৎ মুহূর্ত’। ‘প্রাণপ্রতিষ্ঠা’র জন্য এই সময়টিকেই বেছে নেওয়া হয়েছে।
আজ সোমবার ঠিক বেলা ১২টা বেজে ২৯ মিনিট ৩ সেকেন্ডে ‘অভিজিৎ মুহূর্ত’ শুরু হবে। পবিত্র এই মুহূর্ত চলবে ১২টা বেজে ৩০ মিনিট ৩৫ সেকেন্ড পর্যন্ত। তার মধ্যেই রামলালার বিগ্রহে ‘প্রাণপ্রতিষ্ঠা’ করবেন প্রধানমন্ত্রী।
রাম মন্দিরে এলেন যোগী আদিত্যনাথ
আর কিছুক্ষণ বাদেই উদ্বোধন হতে চলেছে রাম মন্দিরের। তার আগেই রাম মন্দিরে এসে পৌঁছলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
#WATCH | Uttar Pradesh CM Yogi Adityanath greets people as he arrives at Shri Ram Janmabhoomi Temple in Ayodhya
— ANI (@ANI) January 22, 2024
Ayodhya Ram Temple Pran Pratishtha ceremony is taking place today.#RamMandirPranPrathistha pic.twitter.com/T1fzIvQe5j
অযোধ্যা জুড়ে এই মুহূর্তে শুধুই রাম, রাম রাম। গোটা শহরে কয়েক শো মাইকে বাড়ছে রামনাম। তবে পথঘাট অনেকটাই ফাঁকা। শহর জুড়ে ছুটছে ভিভিআইপির কনভয়, পুলিশের গাড়ি। রাস্তায় মানুষ কম। অটো, টোটো, বাস সহ সব পাবলিক ট্রান্সপোর্ট বন্ধ। মন্দির পরিসর এবং লাগোয়া কয়েক কিলোমিটার এলাকা সিল করে দেওয়া হয়েছে।
শহরের এক প্রান্ত দিয়ে গিয়েছে পরিক্রমা মার্গ। সেই রাস্তায় আমার হোটেল থেকে লতা মঙ্গেশকর মার্গের দূরত্ব প্রায় পাঁচ কিলো মিটার। সেখানেই হয়েছে মিডিয়া সেন্টার। গোটা পথ হাঁটতে হল। কোনও গাড়ি যাবে না।লতা মঙ্গেশকর মার্গের অদূরে হেলিপ্যাড। সেখানেই নামবে প্রধানমন্ত্রী সহ বহু ভিভিআইপি ভক্তের কপ্টার। সেখান থেকে রাম জন্মভূমি বা নতুন রাম মন্দিরের দূরত্ব প্রায় দু কিলোমিটার। ওই পথ ধরে যাবে প্রধানমন্ত্রীর কনভয়।
ওদিকে মন্দিরে শুরু হয়ে গিয়েছে পূজাপাঠ। অস্থায়ী রাম মন্দিরের প্রধান পুরোহিত আচার্য্য সত্যেন্দ্র দাসের সঙ্গে পুজোয় যোগ দেবেন বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দিরের মহন্তও।
মন্দির উদ্বোধন ও দেবতার প্রাণ প্রতিষ্ঠার উদ্দেশে দিল্লি থেকে একটু পরেই রওনা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিরাপত্তার কড়াকড়ির অনেকটাই তাঁর সফরের কারণে। যদিও জেড প্লাস নিরাপত্তা পান এমন অতিথিরাও সংখ্যায় কম নন। অযোধ্যা এবং লাগোয়া বিমান বন্দরগুলিতে সোমবার ৬০টি প্রাইভেট জেট নামবে।
রবিবার রাতেই বিশেষ আমন্ত্রিতদের অনেকেই অযোধ্যায় পৌঁছে গিয়েছেন। সোমবার অন্য দিনের তুলনায় পথঘাট ফাঁকা হওয়ার কারণ পুলিশের কড়াকড়ি তো আছেই, সোমবার গোটা দেশ যখন টিভির পর্দায় নতুন রাম মন্দির উদ্বোধন অনুষ্ঠানে চোখ রাখবেন তখন অযোধ্যার ঘরে ঘরে চলবে রামের পুজো। রাম জন্মভূমিতে ঘরে ঘরে আছে রাম মন্দির। প্রতিদিন পুজো পান দেবতা। সোমবার হবে বিশেষ পুজো।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবত রবিবার অযোধ্যা পৌঁছে গিয়েছেন। সোমবার মন্দিরে প্রবেশ অধিকার আছে শুধুমাত্র দুই পুরোহিত এবং প্রধানমন্ত্রী মোদী, রাজ্যপাল আনন্দীবেন, মুখ্যমন্ত্রী যোগী ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবতের।
মন্দির চত্বরে যেহেতু আজ সাধারণের প্রবেশ অধিকার নেই তাই হাজার হাজার ভক্ত ভিড় করেছেন সরযু তীরে। অযোধ্যায় আজ ঘরে ঘরে রাম পুজো হবে। প্রধানমন্ত্রী যখন নতুন রাম মন্দির উদ্বোধন করবেন এবং তখন অযোধ্যার বহু ঘরেই চলবে রামপুজো, রামগান।
পুণ্য-স্নান করলেন রামলালা, ছবিতে দেখুন প্রাণ প্রতিষ্ঠার আচার
‘প্রাণপ্রতিষ্ঠা’ ৮৪ মিনিটে হলেও অযোধ্যার রামমন্দিরে সমগ্র উদ্বোধন অনুষ্ঠানটি চলবে ৫০ মিনিট ধরে। ১২টা ৫ মিনিটে অনুষ্ঠান শুরু হবে। চলবে ১২টা ৫৫ মিনিট পর্যন্ত। মোদী অবশ্য সাড়ে ১০টার মধ্যেই অযোধ্যা পৌঁছে যাবেন। সকাল ১০টা ২৫ মিনিটে অযোধ্যার বাল্মীকি বিমানবন্দরে নামবেন তিনি। সেখান থেকে হেলিকপ্টারে অযোধ্যার হেলিপ্যাডে পৌঁছবেন ১০টা ৪৫ মিনিট নাগাদ। ১০টা ৫৫ মিনিটে রামমন্দির প্রাঙ্গণে পৌঁছে যাবেন প্রধানমন্ত্রী। বেলা ১২টার পরে শুরু হবে উদ্বোধন অনুষ্ঠান। ১১টা থেকে ১২টা পর্যন্ত মোদী রামমন্দিরের ভিতরেই থাকবেন।
দুপুর ১টা নাগাদ অযোধ্যায় উদ্বোধন অনুষ্ঠান সেরে জনসভায় যাবেন মোদী। ২টো পর্যন্ত চলবে সভা। জনগণের উদ্দেশে সেই সভা থেকেই প্রধানমন্ত্রী ভাষণ দেবেন। এর পর অযোধ্যার গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান কুবের টিলায় যাওয়ার কথা রয়েছে তাঁর।
হিন্দু ধর্মে ৮৪ সেকেন্ডের ‘অভিজিৎ মুহূর্ত’কে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হয়। এই সময়ের মধ্যে যে কোনও শুভ কাজ করার পরামর্শ দেন ধর্মীয় বিজ্ঞেরা। তাঁদের বিশ্বাস, স্বয়ং ভগবান রাম এই মুহূর্তে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। সারা দিনে দু’বার ‘অভিজিৎ মুহূর্ত’ আসে। শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল মধ্যরাতের ‘অভিজিৎ মুহূর্তে’। জ্যোতিষশাস্ত্র বলে, সারা দিনে ৩০টি মুহূর্ত রয়েছে। তার মধ্যে ‘অভিজিৎ মুহূর্ত’ অষ্টম। অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের পর রামলালার ‘প্রাণপ্রতিষ্ঠা’র জন্যও এই বিশেষ মুহূর্তটিকে বেছে নেওয়া হয়েছে।
যাচ্ছেন না লালকৃষ্ণ আডবাণী
রামমন্দির উদ্বোধনের সময় অযোধ্যায় উপস্থিত থাকছেন না লালকৃষ্ণ আডবাণী। একদা রামমন্দির আন্দোলনের ‘মুখ’, নবতিপর এই বিজেপি নেতা ‘প্রচন্ড ঠান্ডা’র কারণেই রামলালার ‘প্রাণপ্রতিষ্ঠা’য় থাকতে পারছেন না বলে জানা গিয়েছে।
মঙ্গলবার থেকে সাধারণের জন্য খুলবে রামমন্দির
মন্দির উদ্বোধনের পর তা আমজনতার জন্য খুলে দেওয়া হবে মঙ্গলবার থেকে। প্রথম বার দরজা খুলবে সকাল ৭টায়। সে সময়ে পুণ্যার্থীরা মন্দিরে ঢুকতে এবং পুজো দিতে পারবেন। সাড়ে ১১টা নাগাদ আবার দরজা বন্ধ করে দেওয়া হবে। আড়াই ঘণ্টার বিরতির পর আবার দুপুর ২টো থেকে দর্শনার্থীরা রামমন্দিরের ভিতর প্রবেশ করতে পারবেন। দরজা বন্ধ হবে সন্ধ্যা ৭টায়। সারা দিনে মোট তিন বার রামমন্দিরে আরতি হবে। ভোরবেলা প্রথম আরতির সময় সাড়ে ৬টা। সকালের এই আরতিকে বলা হচ্ছে ‘জাগরণ আরতি’।
এর পর দুপুর ১২টা থেকে রামমন্দিরে হবে ‘ভোগ আরতি’। শেষে ‘সন্ধ্যারতি’ হবে ৭টা নাগাদ। শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্রের তরফে জানানো হয়েছে, দর্শনার্থীরা আরতি দিতে চাইলে তাঁদের নির্দিষ্ট সময়ের চেয়ে ৩০ মিনিট আগে মন্দিরের ক্যাম্প অফিসে পরিচয়পত্র নিয়ে হাজির হতে হবে। সেখান থেকে আরতি দেওয়ার পাস সংগ্রহ করার পর মন্দিরে প্রবেশ করতে পারবেন দর্শনার্থীরা।
রাম মন্দিরে আসছেন বি-টাউনের সেলেবরা
রাম মন্দিরের উদ্বোধনে আমন্ত্রণ পেয়েছেন বলিউডের সেলিব্রেটিরা। রণবীর কাপুর-আলিয়া ভাট, ক্যাটরিনা কইফ-ভিকি কৌশল, মাধুরী দীক্ষিত, হেমা মালিনী সহ সমস্ত বলিউড সেলিব্রেটিরা একে একে পৌঁছতে শুরু করেছেন রাম মন্দিরে।
#WATCH | Mumbai: Superstar Amitabh Bachchan leaves for Ayodhya.
— ANI (@ANI) January 22, 2024
Pran Pratishtha ceremony of Ayodhya's Ram Temple will take place today. pic.twitter.com/pOecsD92XQ
রাম মন্দিরের উদ্বোধনে যাচ্ছেন বিগ-বি
রাম মন্দিরের উদ্বোধনে উপস্থিত থাকবেন বলিউডের সুপারস্টার অমিতাভ বচ্চন। সোমবার ভোরেই তিনি মুম্বই থেকে অযোধ্যার উদ্দেশে রওনা দেন।