Raju Srivastav: হাসপাতালে ভর্তির ১৫ দিন পর জ্ঞান ফিরল রাজুশ্রীবাস্তবের

0
554

দেশের সময় ওয়েবডেস্কঃ কমেডিয়ান রাজু শ্রীবাস্তবের শারীরিক অবস্থার আরও উন্নতি হল। জ্ঞান ফিরল তাঁর। হাসপাতালে ভর্তির ১৫ দিন পর। দিল্লির এইমস হাসপাতালে চিকিৎসাধীন রাজু্।

১৪ দিন কোমায় ছিলেন তিনি। অবশেষে জ্ঞান ফিরল তাঁর। এমনকী বৃহস্পতিবার সকালে ভেন্টিলেশন থেকেও বার করা হয়েছে তাঁকে। ঘনিষ্ঠ মহল সংবাদমাধ্যমকে জানিয়েছে, রাজু সুস্থতার পথে আরও একধাপ এগিয়ে গেলেন। 

১০ আগস্ট জিমে এক্সারসাইজ করার সময় জ্ঞান হারিয়ে পড়ে যান রাজু। ট্রেডমিলে দৌঁড়তে দৌঁড়তেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। তড়িঘড়ি করে জিম ট্রেনার তাঁকে এইমসে ভর্তি করান। সেই থেকেই জ্ঞান ছিল না। এর মাঝেই রাজুর স্বাস্থ্যের অবনতি নিয়ে ভুয়ো খবর রটে। তাঁর মস্তিষ্ক নিষ্ক্রিয় হয়ে গেছে বলেও শোনা যায়। যে ঘটনায় ক্ষুব্ধ হন অভিনেতার আত্মীয়রাও। 

এতদিন পর্যন্ত সঙ্কটজনক অবস্থায় ভেন্টিলেশনেই ছিলেন রাজু। তাঁর অনুরাগীদের সুস্থতা কামনা করার অনুরোধ করেছিলেন পরিবার। দীর্ঘ লড়াইয়ের শেষে জ্ঞান ফিরল তাঁর। 

Previous articleSSC: কলকাতায় এলেন সুবিরেশ ভট্টাচার্য, বললেন, তাঁর আমলে কোনও দুর্নীতি হয়নি
Next articleManik Bhattacharya: মানিক পালিয়ে যেতে পারেন! বিমানবন্দর সহ সমস্ত স্থলবন্দরে লুক আউট নোটিস দিল সিবিআই

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here