Rainfall Forecast: ভ্যাপসা গরম থেকে মুক্তি কি পাবে দক্ষিণবঙ্গ? পুজোর প্ল্যানে জল ঢালবে কি আবহাওয়া? কি জানাচ্ছে হাওয়া অফিস

0
465

দেশের সময় ওয়েবডেস্কঃ মেঘ নাকি মরীচিকা! কালো মেঘে ঢাকছে আকাশ! মাঝে মধ্যে হচ্ছে বৃষ্টিপাতও। তবে ভারী বৃষ্টি অধরা। পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছিল একটি ঘূর্ণাবর্ত। যা রূপ নিয়েছে নিম্নচাপের। আদৌ কি তার কোনও প্রভাব পড়বে বাংলার উপর পড়বে?

গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হলেও ভারী বৃষ্টিপাতের দেখা মেলেনি। আলিপুর আবহাওয়া দফতর থেকে পাওয়া তথ্য অনুযায়ী, কলকাতা সহ আশেপাশের জেলাগুলিতে ব্যাপক বৃষ্টিপাতের ঘাটতি রয়েছে।

এদিকে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, বাংলাতে কি এবার ভারী বৃষ্টি হবে? যদিও আশার কোনও কথা শোনাতে পারছে না আলিপুর আবহাওয়া দফতর।

হাওয়া অফিস সূত্রে খবর, এই নিম্নচাপের জেরে ওডিশা, তেলঙ্গানাতে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। কিন্তু, আপাতত বাংলায় ভারী বৃষ্টিপাত হবে না। যদিও দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলিতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে শনিবার।

দক্ষিণবঙ্গে যখন বৃষ্টিপাতের ঘাটতি রয়েছে সেই সময় উত্তরবঙ্গে কিন্তু স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হয়েছে। যদিও আপাতত উত্তরবঙ্গের কোনও জেলাতেই ভারী বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। যদিও শনিবার দার্জিলিং, জলপাইগুলি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, মালদাতে রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা।

এদিকে দোরগোড়ায় পুজো। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, পুজোর আনন্দ কি মাটি করবে বৃষ্টি? কেনাকাটার সময় কি স্বমেজাজে দেখা যাবে বর্ষাকে? এই প্রসঙ্গে আলিপুর আবহাওয়া দফতর অবশ্য জানিয়েছে, এখনই পুজোর আবহাওয়া প্রসঙ্গে বলা সম্ভব নয়।

Previous articleMamata Banerjee : ‘বৃষ্টিই বলছে সৃষ্টি হবে-চব্বিশে নতুন ইন্ডিয়ার জন্ম হবে’,! একুশের মঞ্চে মমতার ভাষণের সেরা ১০ অংশ
Next articleHabra News: হাবড়ায় ব্যালট খাওয়ার পর এবার ‘ভুতুড়ে ভোটারের’ হদিশ! বিডিও-র রিপোর্ট তলব হাইকোর্টের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here