Pune: পুণের হোটেলে ভয়াবহ আগুন, দেখুন ভিডিও

0
387

দেশের সময় ওয়েবডেস্কঃ ভয়াবহ অগ্নিকাণ্ড পুণেতে।একটি হোটেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। কাচ ভেঙে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে দমকল বাহিনী। আশঙ্কা ব্যাপক ক্ষয়ক্ষতির। ইতিমধ্যে সামাজিক মাধ্যমে হোটেলের অগ্নিকাণ্ডের ছবি, ভিডিও প্রকাশিত হয়েছে।

ঘটনাটি ঘটেছে পুনের লুল্লানগরের জেকে হোটেলে। স্থানীয় সূত্রের খবর, ওই হোটেলের চার তলায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ঘটনার খবর পেয়েই সেখানে পৌঁছে গিয়েছে দমকল বাহিনী। পৌঁছেছে দমকলের চারটি ইঞ্জিন। তবে হোটেলের জানলা, দরজা এমনকি দেওয়াল কাচের হওয়ায় ধোঁয়া বেরোতে পারছে না বলেই জানা গিয়েছে। ফলে বদ্ধ ধোঁয়ায় কারণে বিপদ বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

তবে সাতসকালে আচমকা কিভাবে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে তা জানা যায়নি এখনও। কেউ ভেতরে আটকে পড়েছেন কিনা সেই তথ্য সামনে আসেনি এখনও পর্যন্ত। পাওয়া যায়নি কোনও হতাহতের খবর।

Previous articleSundarban Tiger:শীতের মুখেই সুন্দরবনে ‘রয়্যাল ফ্যামিলি’র দর্শন
Next articleMorbi Bridge Collapse: গুজরাটের মোরবি সেতু বিপর্যয়ে শোক প্রকাশ করে ভারতের পাশে থাকার বার্তা বাইডেন-হ্যারিসের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here