দেশের সময় ওয়েবডেস্কঃ এত দ্রুত ভেঙে গেল সম্পর্ক! মন খারাপ ‘অরুদীপ’র অনুরাগীদের।বেশ কয়েক সপ্তাহ ধরে অরুণিতা কাঞ্জিলাল আর পবনদীপ রাজনের ব্রেকআপের খবর ঘোরাফেরা করছে সর্বত্র। আর তামধ্যেই সামনে এল পবনদীপের নতুন মিউজিক ভিডিয়ো ‘ফুরসত’র লঞ্চে থাকছেন না অরুণিতা। যেখানে এই সিঙ্গেলে পবনের সাথে গান তিনিই গেয়েছেন। শোনা যাচ্ছে, মা-বাবার কারণেই নাকি শেষ মুহূর্তে ভিডিয়োতে মুখ দেখানোর থেকে সরে দাঁড়ান বাংলার এই মেয়ে।
‘ইন্ডিয়ান আইডল’র সময় থেকেই ঘনিষ্ঠতা অরুণিতা আর পবনদীপের। জয় পবনের হলেও এতদিন সমস্ত জায়গায় একসাথে পারফর্ম করেছেন এই দুই। এমনকী, যতগুলো গানের প্লেব্যাক তাঁরা করেছেন সবই একাসাথে।
‘ইন্ডিয়ান আইডল সিজ়ন ১২’-তে হাজার হাজার মানুষের মন জয় করেছিলেন অরুণিতা কাঞ্জিলাল ও পবনদ্বীপ রাজন। সেই সময় থেকেই কানাঘুষো শোনা যাচ্ছিল, তাঁরা নাকি একে-অন্যকে ডেট করছেন। শোয়ের শেষে, দু’জনই একটি গান উপহার দিয়েছিলেন দর্শককে। এবং বলাই বাহুল্য, সেই গান সকলেরই ভাল লেগেছে। কিন্তু এখন জানা যাচ্ছে, তাঁদের দ্বিতীয় গানটি থেকে নাকি সরে এসেছেন অরুণিতা।
শোনা যাচ্ছে, বাবা-মায়ের কারণে মিউজ়িক ভিডিয়ো থেকে নাকি সরে এসেছেন অরুণিতা। পবনদ্বীপের সঙ্গে নাম জড়িয়ে যাওয়ার বিষয়টিকে কিছুতেই ভাল ভাবে গ্রহণ করতে পারছেন না গায়িকার অভিভাবকরা। তাই তাঁদের ইচ্ছে অনুযায়ী মিউজ়িক ভিডিয়ো থেকে সরে এসেছেন অরুণিতা।
https://www.instagram.com/tv/CXZOspUACAa/?utm_medium=copy_link
এটি হঠাৎ করে হয়নি। ‘ইন্ডিয়ান আইডল ১২ সিজ়ন’ চলার সময় তাঁদের লাভ কানেক্ট ভালভাবে মানতে পারছিলেন না অরুণিতার বাবা-মা। প্রযোজক রাজ সুরানি যখন পবনদ্বীপ ও অরুণিতাকে নিয়ে তিনটি ভিডিয়ো তৈরি করার চুক্তি করেছিলেন, গায়িকার বাবা পরিষ্কার বলে দিয়েছিলেন দু-জনের মধ্যে কোনওরকম ঘনিষ্ঠ দৃশ্য রাখা চলবে না।
কেবল তাই নয়,অরুণিতার সঙ্গে সেটে যেতেন তাঁর বাবা-মাও। এই বিষয়ে রাজ সুরানি বলেছেন, “অরুণিতা কিন্তু পবনদ্বীপের সঙ্গে গান গাওয়া থেকে নিজে সরে আসেনি। ওর বাবা-মা চাননি অরুণিতা পবনের সঙ্গে কাজ করুক। এই ঘটনায় আমি মর্মাহত হয়েছি।”
অরুণিতার বিকল্প গায়িকা খুঁজছেন রাজ সুরানি। ইন্ডিয়ান আইডল ১২-র আরও দুই প্রতিযোগী সায়লি কাম্বলি ও শনমুখা প্রিয়ার কথা ভাবা হচ্ছে অরুণিতার জায়গায়।
শোনা যাচ্ছে, রাজ সুরানি পরিচালিত এই রোম্যান্টিক সিঙ্গেলে গান অরুদীপ। কিন্তু অভিনয় করা থেকে সরে যান অরুণিতা। এমনকী, রাজ সুরানি একাধিকবার অনুরোধ করলেও তিনি রাজি হননি। জানিয়েছিলেন, ‘বাড়ির কিছু সমস্যা আছে’। শেষ মুহূর্তে অরুণিতার জায়গায় নেওয়া হয় দক্ষিণী অভিনেত্রী চিত্রা শুক্লাকে।
বৃহস্পতিবার ১৬ ডিসেম্বর হওয়ার কথা আছে মিউজিক লঞ্চ। তবে জানা যাচ্ছে, সেই অনুষ্ঠানে আমন্ত্রণও জানানো হয়নি অরুণিতাকে। কারণ অরুণিতা থাকলেই পবনদীপের সাথে সব লাইমলাইট সে কেড়ে নেবে। যা চায় না সিঙ্গেলসের পরিচালক।
যদিও অরুণিতার দাবি তিনি অভিনয় করতে স্বতস্ফূর্ত নন বলেই সরে গিয়েছেন। তবে গায়িকার কাছের সূত্রের মতে, সব ঠিক নেই এই জুটির মধ্যে।