Indian Idol 12 winner Pawandeep Rajan’s new single ‘Fursat’ is here, but fans miss Arunita Kanjilal
বৃহস্পতিবার মুক্তি পেয়েছে পবনদীপ ও অরুণিতার নতুন মিউজিক অ্যালবার ‘ফুরসত’। ওই অ্যালবামের গান অরুদীপ গাইলেও তাতে পবনের বিপরীতে অভিনয় করেননি অরুণিতা। কারণ হিসেবে জানা গিয়েছে তাঁর পরিবারের আপত্তি।
প্রিয় জুটি একসঙ্গে হাজির হল না পর্দায়। অরুণিতা কাঞ্জিলালের জায়গায় পবনদীপ রাজনের পাশে অন্য কেউ! গান পছন্দ হলেও ‘অরুদীপ’ (পবনদীপ ও অরুণিতাকে একসঙ্গে এই নামেই ডাকে ভক্তরা) ভক্তদের মন খারাপ। কমেন্ট বক্সে প্রকাশ্যেই জানালেন মনের কথা। যদিও সবাই সহমত নন। নতুন জুটিকে ভালই মানিয়েছে– এ কথাও বললেন অনেকেই।
Pawandeep Rajan’s highly anticipated music video titled Fursat releases today, on 16th December 2021. It is the second video track with the director Raj Surani, produced by Octopus Entertainment and Co-Produced by Nitesh Devpal. The full song will be released on the official Octopus Entertainment YouTube channel.
অরুণিতার বদলে মিউজিক অ্যাল্বামে অভিনয় করেছেন দক্ষিণী অভিনেত্রী চিত্রা। আর তা নিয়েই আপসোস অরুদীপ ভক্তদের। গান তাঁদের পছন্দ হয়েছে, চিত্রাও মন্দ নন, কিন্তু অনস্ক্রিন অরুদীপ ম্যাজিক যে মিসিং এ কথাই বলছেন ভক্তদের একটা বড় অংশ। ক্ষোভ জমা হয়েছে চিত্রার উপরও।
The romantic track is sung by popular musical pair and Indian Idol 12 contestants Arunita Kanjilal and Pawandeep features the gorgeous south actor Chitra Shukla, opposite Rajan. The music video is based on a story of expressing and proving love through singing which will resonate with everyone who has gone through a romantic journey. The melodious music is given by Kashi Kashyap and the beautiful lyrics is penned by Arafat Mehmood & Mukesh Mishra.
কেন পবনদীপের সঙ্গে আর কাজ করছেন না অরুণিতা? নেপথ্যে কোন কারণ? ইন্ডিয়ান আইডলের গত সিজনে পবনদীপ ও অরুণিতা যথাক্রমে প্রথম ও দ্বিতীয় স্থান লাভ করার পর আসতে থাকে একের পর এক অফার। সে সময়েই অক্টোপাস এন্টারটেনমেন্ট প্রযোজনা সংস্থা থেকে অরুদীপের সঙ্গে তিনটি মিউজিক ভিডিয়োর চুক্তি করা হয়। এই চুক্তির প্রথম ভিডিয়ো ‘মনজুর দিল’ ইতিমধ্যেই হিট। ভক্তদের কাছে হিট হলেও ওই গান নিয়ে সমস্যা অরুণিতার পরিবারের এমনটাই গুঞ্জন৷
সূত্র বলছে, অকারণে মেয়ের সঙ্গে পবনের সম্পর্ক নিয়ে সেই ইন্ডিয়ান আইডল থেকে যে চর্চা শুরু হয়েছে তা নাকি একেবারেই চান না তাঁরা। এমনকি প্রথম গানে পবনের সঙ্গে মেয়ের যাতে কোনও ঘনিষ্ঠ দৃশ্য না থাকে সে বিষয়েও প্রথম থেকেই সজাগ ছিলেন না। পরিবারের সিদ্ধান্তকে সম্মতি জানিয়ে দ্বিতীয় গান ‘ফুরসত’ থেকে যদিও নিজেই সরে আসেন অরুণিতা।
Talking about the song, Pawandeep said, “After receiving so much love on my previous song, I was really kicked about something this exciting. Singing is my passion but I think I am getting better at acting as well. The credit also goes to Raj Surani who makes me comfortable and helps to bring the best out of me. This is the first time I am working with Chitra and I hope audiences like our onscreen chemistry.”
সম্প্রতি এই গানের একটি সাংবাদিক সম্মেলনেও দেখা যায়নি অরুণিতাকে। তিনি ছিলেন অনুপস্থিত। অন্যদিকে হাজির ছিলেন পবন-চিত্রা। সূত্রের খবর, সাংবাদিক সম্মেলনে যাতে এই সংক্রান্ত কোনও প্রশ্নের মুখোমুখি তাঁকে না হতে হয় সেই কারণেই প্রযোজকদের তরফে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিলবলে জানা গেছে। অবশ্য আরও এক কারণ আছে বলে মনে করা হচ্ছে। পবনদীপের সঙ্গে চিত্রার কেমিস্ট্রিই যাতে থাকে প্রচারের আলোয় সেই কারণেই নাকি নির্মাতারা ইচ্ছাকৃতই অরুণিতাকে আসার জন্য জোর দেননি। গান মুক্তি পেয়েছে অবশেষে। আপাতত পবনদ্বীপ ও চিত্রার জুটি দর্শকদের মনোরঞ্জন করতে পারবে কিনা, তা বলে দেবে সময়।
“This is my first music video with the very hardworking and talented Chitra and she brings out the right kind of emotions matched with the track. Our only goal is to entertain the audiences and I am hopeful they would pour all their love to this new romantic Jodi as well,” the director, Raj Surani added.
Meanwhile, according to an D S report, Arunita might not be invited to the music launch because her presence can shift the focus to largely her recent controversy of ditching Raj’s song. Arunita opted out from featuring in his second song which he had planned with the pair. Arunita claimed that she is opting out as she does not want to act, while reports say it was her friendship with Pawandeep that wasn’t going down well with her parents.