দেশের সময় ওয়েবডেস্কঃ এসএসসি ও প্রাথমিক টেট দুর্নীতি কাণ্ডে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতারের পরে এবার আমেরিকা থেকে ডেকে পাঠানো হল তাঁর মেয়ে-জামাই সোহিনী ভট্টাচার্য ও কল্যাণময় ভট্টাচার্যকে। ইডি-র তরফে ইতিমধ্যেই ইমেল করা হয়েছে তাঁদের। যদিও তাঁদের তরফে এখনও কোনও উত্তর এসে পৌঁছেছে বলে জানা যায়নি।


প্রায় দু’সপ্তাহ হয়ে গেল পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের গ্রেফতারির। গতকাল, বৃহস্পতিবার তাঁদের দু’জনকে মুখোমুখি বসিয়ে জেরাও করা হয়েছে। এর পরেই জানা যায়, পার্থর মেয়ে সোহিনী ও জামাইয়ের ডাক পড়েছে আমেরিকা থেকে। প্রসঙ্গত, পার্থ গ্রেফতারির পরে যখন নানা প্রান্তে তাঁর সম্পত্তি নিয়ে ছানবিন শুরু হয়, তখনই সামনে আসে, বারুইপুরে অবস্থিত পার্থর বাগানবাড়ির কথা, যে বাড়ির নাম ‘সোহিনী’। এটি পার্থর মেয়ের নামেই কিনা, তা জানতেও তদন্ত শুরু হয়।

তদন্তে সহযোগিতা করছেন না পার্থ চট্টোপাধ্যায়। দিনের পর দিন ইডি আধিকারিকরা তাঁকে নানা বিষয়ে নানা প্রশ্ন করলেও, মুখে কুলুপ এঁটে রয়েছেন প্রাক্তন মন্ত্রী, বরং অনেক বেশি কথা বলছেন পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়।

৩ অগাস্ট এসএসসি দুর্নীতি-মামলার শুনানিতে বিচারক অভিযুক্ত পার্থ-অর্পিতাকে ৫ অগাস্ট অর্থাৎ আজ শুক্রবার পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ দিয়েছিলেন। অর্থাৎ, আজ তাঁদের ইডি হেফাজতের মেয়াদ শেষ হচ্ছে। এমতাবস্থায় তাই কোনও সময় নষ্ট করতে নারাজ ইডি। আজ সকাল থেকেই শুরু হয়েছে জেরা।

ইডি সূত্রে জানা গিয়েছে, গতকাল বৃহস্পতিবার আড়াই ঘণ্টারও বেশি সময় ধরে জেরা করা হয় পার্থ-অর্পিতাকে। মুখোমুখি জেরা করার পরে পৃথকভাবেও জেরা করা হয়। শান্তিনিকেতনের যে ৪ সম্পত্তির হদিশ মিলেছে, সেই নিয়ে দু’জনকেই জেরা করেন তদন্তকারী আধিকারিকেরা।

জেরা করা হয় জমির দলিল, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়েও। জানা গিয়েছে, এ দিনের জেরায় উঠে এসেছে অপা ইউটিলিটিজ সার্ভিসেস কোম্পানির কথাও। তবে মুখোমুখি জেরাতেও অসহযোগিতার অভিযোগ পার্থর বিরুদ্ধে। যদিও জেরায় সহযোগিতা করেছেন অর্পিতা মুখোপাধ্যায়।

এর মধ্যেই ইডি-র তদন্তে বারবারই উঠে আসছে, কোটি কোটি টাকায় সরকারি চাকরি বিক্রি করে সেই অর্থ বিভিন্ন সম্পত্তিতে বিনিয়োগ করেছেন পার্থ-অর্পিতা। পার্থর বাড়ি থেকে বাজেয়াপ্ত করা কম্পিউটার, অর্পিতার ফ্ল্যাটে পাওয়া কুড়িটি মোবাইল, ডায়েরি– এসব থেকে বহু তথ্য মিলেছে বলে জানা গেছে। মিলেছে পার্থর মেয়ে-জামাইয়ের যোগসূত্রও। সেই কারণেই ডেকে পাঠানো হয়েছে তাঁদের।

সূত্রের খবর, আজ কিছু সিডি আদালতে জমা দেবেন ইডি কর্তারা। আর সেখানে থাকা নতুন তথ্যের ভিত্তিতে ফের তাঁদের নিজেদের হেফাজতে চাইতে পারে ইডি। ইডি কর্তাদের দাবি, জেরায় উঠে আসা নতুন নানা তথ্যের ভিত্তিতে পরবর্তী তদন্ত চলবে।

উল্লেখ্য, আজ আদালতে পেশের আগে ফের মেডিক্যাল টেস্ট হবে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের। ফলে কিছুক্ষণের মধ্যেই তাঁদের সিজিও কমপ্লেক্স থেকে বের করে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হবে মেডিক্যাল টেস্টের জন্য। তারপর সেখান থেকে তাঁদের কলকাতা নগর দায়রা আদালতে পেশ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here