পরীক্ষা মূলক ভাবে কনটেইনার ট্রেনের যাত্রা শুরু হল,ভারত-বাংলাদেশের মধ্যে: নদীয়া:দেশের সময়ঃ মঙ্গল বার সকালে কলকাতার খিদিরপুর কনটেইনার কর্পোরেশন অব ইন্ডিয়া ডক থেকে বাংলাদেশের উদ্দেশ্যে এই ট্রেন গেদে সীমান্ত দিয়ে বাংলাদেশের দর্শনা সীমান্ত হয়ে ঢাকার উদ্দেশ্য রওনা হয়৷ভারতের পূর্বাঞ্চলীয় রেলের প্রধান জনসংযোগ আধিকারিক রবি মহাপাত্র ,জানান পরীক্ষা মূলক এই রেল যাত্রায় ভারতের তরফ থেকে উপহার হিসাবে ৩০ জিপ বাংলাদেশের সেনা বাহিনীর জন্য পাঠানো হয়েছে ৷ নতুন চালু হওয়া এই ট্রেনের পরীক্ষামূলক প্রথম যাত্রায় ৩০টি রেকে মোট ৬০টি কনটেইনার রয়েছে ৷ এদিন ভারত সরকারের বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন ৷ ভারতের পূর্বরেলের জি এম হরিন্দ্র রাও,কনকরের সি এমডি কল্যাণ রামা এবং মানসী ব্যানার্জী আনুষ্ঠানিক ভাবে এই রেল যাএার সুচনা করেন৷- ছবি- আশিষ বিশ্বাস ৷