দেশের সময় ওয়েবডেস্ক: দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা যেমন বাড়ছে, তেমনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে দৈনিক সংক্রমণ। গত বছরের মাঝামাঝি সময়ের পর ফের দেশের এবং রাজ্যের কোভিড গ্রাফ নতুন করে দুশ্চিন্তার ভাঁজ ফেলেছে চিকিৎসকদের কপালে। অনেকেরই ধারণা, টিকা নেওয়া আছে মানেই মাস্ক পরা বা সামাজিক দূরত্ব বজায় রাখার কোনও প্রয়োজন নেই। কিন্তু টিকার দুটি ডোজ নিয়েও করোনায় আক্রান্ত হচ্ছেন বহু মানুষ। তৃতীয় ঢেউ-এর আশঙ্কার মাঝে আবারও সুরক্ষাবিধি মেনে চলার পরামর্শ দিচ্ছেন ডাক্তাররা। 

টিকা নিলেও মেনে চলুন এই বিষয়গুলি (Vaccine Registration)

১. জ্বর হলেই করোনা পরীক্ষা করুন। শীতকালে ঠান্ডা লেগে গলা ব্যথা, জ্বর জ্বর ভাব, সর্দিকাশির সমস্যা দেখা দিলেই অনেকে ধরে নেন ঋতু পরিবর্তনের কারণে হচ্ছে। কিন্তু এই উপসর্গগুলো করোনারও। 


২. বর্তমানে অধিকাংশ করোনা রোগীই উপসর্গহীন। তাই বর্ষবরণের উদযাপনে সামিল হলেও ভিড় এড়িয়ে চলুন। অফিসে বা জনসমক্ষে গেলে সামাজিক দূরত্ব বজায় রাখার চেষ্টা করুন। 

৩. জনসমক্ষে যে জামা পরে যাচ্ছেন, বাড়িতে এসে দ্রুত পরিবর্তন করে নিন। রোদেও রাখতে পারেন জামাকাপড়। আবার ধুয়েও ফেলতে পারেন। পরিষ্কার জামার সঙ্গে এগুলো একজায়গায় রাখবেন না। 

৪. মুখে, নাকে, চোখে হাত লাগাবেন না। খেতে বসার আগে অবশ্যই হ্যান্ড ওয়াশ দিয়ে হাত পরিষ্কার করুন। 

৫. মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহার বন্ধ করবেন না। দায়িত্বশীল ও সচেতন নাগরিকের মতোই আচরণ করুন। মাস্ক ছাড়া এই মুহূর্তে জনসমক্ষে না যাওয়াই উচিত। 

৬. বয়স্ক যাঁদের কোমর্বিডিটি রয়েছে, এবং শিশুদের দিকে বিশেষ নজর দিন। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাদ্যাভ্যাসের দিকেও নজর দেওয়া প্রয়োজন। 

সোমবার থেকে দেশে শুরু হচ্ছে ১৫–১৮ বয়সিদের টিকাকরণ-

১ জানুয়ারি থেকে শুরু হয়ে গেল টিকাকরণের রেজিস্ট্রেশন। কো–উইন অ্যাপে গিয়ে রেজিস্ট্রেশন করতে পারবে ১৫–১৮ বয়সিরা।

শুক্রবারই একথা জানায় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। সঙ্গে যে কোনও একটি পরিচয়পত্র থাকলেই চলবে। এমনকি স্কুলের পরিচয়পত্রই যথেষ্ট। ছোটরা আপাতত পাবে কোভ্যাক্সিন।

১ জানুয়ারি থেকে অনলাইনে কো–উইন রেজিস্ট্রেশন না করালেও ৩ তারিখ থেকে টিকাকেন্দ্রে গিয়েও নেওয়া যাবে ভ্যাকসিন। দ্রুত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে টিকা পাঠাবে কেন্দ্র। এই ক্যাটেগরিতে টিকা পাবেন ২০০৭ বা তার আগে জন্মানো নাগরিকরা। জানানো হয়েছে, ছোটরা প্রথম ডোজ নেওয়ার ২৮ দিন পর দ্বিতীয় ডোজ নিতে পারবেন। বলা হয়েছে, cowin.gov.in-এর অফিসিয়াল পোর্টালে বা অ্যাপে লগ ইন করতে হবে। এরপর মোবাইল নম্বর এবং ওটিপি অথবা আরোগ্য সেতু অ্যাকাউন্ট বা উমং অ্যাকাউন্ট–এই তিনটি বিকল্পের যে কোনও একটি ব্যবহার করে সাইন ইন করতে হবে।

সেখানে পছন্দের তারিখ এবং সময় নির্বাচন করে টিকার জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে।  তালিকা থেকে পছন্দের টিকাকেন্দ্র নির্বাচন করতে হবে।  এদিকে, ১০ জানুয়ারি থেকে শুরু হবে বয়স্কদের বুস্টার ডোজ দেওয়ার কাজ। দেশের প্রথম সারির কোভিড যোদ্ধারাও এই টিকা পাবেন। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here