Narendra Modi: বুর্জ খলিফায় লাইট অ্যান্ড সাউন্ড শোয়ে তেরঙা, মোদীকে অভ্যর্থনা প্রেসিডেন্টের

0
445

দেশের সময় ওয়েবডেস্কঃ দুইদিনের ফ্রান্স সফর শেষে এবার আরব আমিরশাহিতে পা রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৷

শুক্রবার সন্ধ্যায় প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদীকে অভ্যর্থনা জানাতে ভারতের জাতীয় পতাকার রঙে সেজে ওঠে বুর্জ খলিফা। লাইট অ্যান্ড সাউন্ড শোয়ে বুর্জ খলিফায় ভেসে ওঠে প্রধানমন্ত্রীর মুখও। 

একদিনের জন্য এখানে জরুরি বৈঠক সেরে ভারতে ফিরবেন তিনি। এটি প্রধানমন্ত্রীর পঞ্চম আরব সফর। 
আবুধাবিতে পৌঁছতেই বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান প্রেসিডেন্ট শেখ খালিদ বিন মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ান।

সূত্রের খবর, শনিবার দিনভর একাধিক কর্মসূচির মধ্যে প্রেসিডেন্টের সঙ্গে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, শক্তি, নিরাপত্তা এবং জনসংযোগের মতো গুরুত্বপূর্ণ দিক নিয়ে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী। 

Previous articlePanchayat samiti: পঞ্চায়েত সমিতি গঠন ও জেলা পরিষদে শপথ গ্রহণ কবে?
Next articleDesher Samay epaper দেশের সময় ই পেপার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here