এন টি রাম রাও পেরেছিলেন। তবে তেলুগু ছবির তারকা হিসেবে সাবেক অন্ধ্র্প্রদেশে তাঁর বিপুল ভক্ত ছিল।

প্রফুল্ল মহন্ত পেরেছিলেন। তবে অসমে তার আগে আসু-র বছরছয়েকের টানা আন্দোলন ছিল।

মমতা বন্দ্যোপাধ্যায় পেরেছিলেন। তবে তার আগে বাংলায় কংগ্রেস ভেঙে বেরিয়ে ১৩ বছরের দীর্ঘ লড়়াই ছিল।

অরবিন্দ কেজরীবাল পেরেছিলেন। তবে তার আগে দিল্লিতে অণ্ণা হজারেদের আন্দোলন জনতার নজর টেনেছিল।

বিপ্লব কুমার দেব পেরেছেন। কিন্তু তাঁর দলের নেতৃত্বই মানছেন, তার আগে ত্রিপুরায় না ছিল আন্দোলন, না ছিল লম্বা পথ পাড়়ি দিয়ে আসার ইতিহাস!

শূন্য থেকে শিখরে ওঠার পথে বাকিদের কৃতিত্ব ছাপিয়ে যাওয়ার কাহিনি এ বার গোটা দেশে ছড়়িয়ে দিতে চাইছে বিজেপি। এবং তাদের ত্রিপুরা বিজয়ের কাহিনির আরও বড়় তাৎপর্য— এই প্রথম বিজেপি হারাতে পারল সিপিএমকে! যা কি না তাদের কাছে বৃহত্তম মতাদর্শগত বিজয়। এই জয়ের অন্যতম কারিগর এবং বিজেপি-র পর্যবেক্ষক সুনীল দেওধরের কথায়, ‘‘অল্প সময়ে সংগঠন গড়়ে আর মানুষকে বোঝাতে পেরে ত্রিপুরায় যা অর্জন করেছি, এখন ২৫ বছরের আগে হাতছাড়া হতে দেব না!’’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here