দেশের সময় ওয়েবডেস্ক: রাজধানী নতুন দিল্লিতে এনসিসি-র (ন্যাশনাল ক্যাডেট কর্পস) অনুষ্ঠানে গেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সেখানে গিয়ে তিনি ক্যাডেটদের উদ্দেশে জানালেন, তিনিও এককালে এনসিসি ক্যাডেট ছিলেন। তরুণ ক্যাডেটদের তিনি বললেন, ‘আমি গর্বিত যে আমিও একদিন তোমাদেরই মতো এনসিসি ক্যাডেট ছিলাম। এনসিসিতে প্রশিক্ষণ নেওয়ার সময় আমি যা কিছু শিখেছি তা আমাকে দেশের প্রতি দায়িত্ব পালনে আরও মজবুত করেছে।’ এককালে স্টেশনে চা বিক্রি করতেন, অনেকদিন আগে দাবি করেছিলেন মোদি। এবার জানা গেল তাঁর এনসিসি ক্যাডেট হওয়ার কথা। 

এনসিসি-তে প্রাপ্ত প্রশিক্ষণ, শিক্ষা আজ আমাকে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনে শক্তি জোগায়।” এদিন তিনি ‘গার্ড অফ অনার’ গ্রহণ করেন।উল্লেখ্য, এদিন শিখ ক্যাডেট পাগড়ি পড়ে এই কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

এদিন তিনি ‘গার্ড অফ অনার’ গ্রহণ করেন।উল্লেখ্য, এদিন সবুজ শিখ ক্যাডেট পাগড়ির সঙ্গে কালো রোদচশমা পরে এই কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন সেরা ক্যাডেটদের হাতে মেডেল তুলে দেন তিনি। মোদী বলেন, ” NCC-কে আরও মজবুত করার জন্য আমাদের সরকার একাধিক পদক্ষেপ নিয়েছে। একাধিক মহিলা ক্যাডেড এই র‍্যালিতে অংশগ্রহণ করেছেন। এই পরিবর্তন আজ ভারত প্রত্যক্ষ করছে।” নারীদের ক্ষমতায়নে দেশ অগ্রসর হয়েছে, প্রকারান্তে দাবি করেছেন প্রধানমন্ত্রী। ২০২০ সালের প্রজাতন্ত্র দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটের জামনগরের একটি বিশেষ পাগড়ি পরেছিলেন। গত বছর স্বাধীনতা দিবসেও বিশেষ পাগড়ি পরতে দেখা গিয়েছিল মোদীকে।

প্রতি বছর ২৮ ডিসেম্বর সাধারণতন্ত্র দিবস উপলক্ষে এনসিসি অনুষ্ঠান আয়োজন করে। প্রধানমন্ত্রী এবারের অনুষ্ঠানে যোগ দেবেন তা আগেই ঘোষণা করা হয়েছিল। সেরা ক্যাডেটদের হাতে ব্যাটন এবং পদক তুলে দেন তিনি। এই অনুষ্ঠানের সঙ্গে চলে আসে স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে উৎসবের প্রসঙ্গও। প্রধানমন্ত্রী বলেন, ‘একই উচ্ছ্বাস আমি এই মুহূর্তে কারিয়াপ্পা ময়দানেও দেখতে পাচ্ছি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here