দেশের সময় ওয়েবডেস্কঃ ‘দ্য কাশ্মীর ফাইলস’-এ গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গেছে অভিনেতা মিঠুন চক্রবর্তীকে। এই ছবিতে কাশ্মীরি পণ্ডিতদের দুর্দশার কাহিনি ফুটিয়ে তোলা হয়েছে।
বিতর্ক, হুমকি, সমালোচনা পেরিয়ে অবশেষে স্বয়ং প্রধানমন্ত্রীর প্রশংসা কুড়িয়ে নিল পরিচালক বিবেক অগ্নিহোত্রীর ‘দ্য কাশ্মীর ফাইলস’।
১১ মার্চ মুক্তি পেয়েছে ছবিটি। দেরি না করে ইতিমধ্যেই দেখে ফেলেছেন খোদ নরেন্দ্র মোদী। ছবির চিত্রনাট্য, অভিনয় তাঁর নজর কেড়ে নিয়েছে। সে কারণেই আলাদা করে ছবির কলাকুশলীদের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী।
'THE KASHMIR FILES' TEAM MEETS PM MODI… #TheKashmirFiles producers #AbhishekAgarwal, #PallaviJoshi and #VivekRanjanAgnihotri [who has directed the film] met Hon. Prime Minister Shri #NarendraModi ji… The Prime Minister appreciated the team as well as the film. pic.twitter.com/OO27CsvT1n
— taran adarsh (@taran_adarsh) March 12, 2022
ছবিতে অভিনেতা মিঠুন চক্রবর্তীর পাশাপাশি রয়েছেন অভিনেতা অনুপম খের, পল্লবী যোশী, দর্শন কুমার, পুনীত ইসার, প্রকাশ বেলাওয়াড়ি।
শনিবার নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী, অভিনেত্রী পল্লবী যোশী এবং প্রযোজক অভিষেক আগরওয়াল। প্রধানমন্ত্রীর সঙ্গে কাটানো বিশেষ মুহূর্তটুকু সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিষেক। ছবির ক্যাপশনে লিখেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাক্ষাৎ পাওয়া সত্যিই ভাগ্যের। দিনটি আরও বিশেষ হয়ে উঠল, যখন ‘দ্য কাশ্মীর ফাইলস’কে প্রশংসায় ভরিয়ে দিলেন। এর চেয়ে গর্বের আর কিছু হতে পারে না। ধন্যবাদ মোদীজি।’
এরপরই অভিষেককে ধন্যবাদ জানিয়েছেন পরিচালক লেখেন, ‘ভারতবর্ষের কঠিন বাস্তবকে নিয়ে তৈরি এই ছবি প্রযোজনা করার যে সাহস তুমি দেখিয়েছো তার জন্য আমি কৃতজ্ঞ। আমেরিকায় ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর স্ক্রিনিংয়েই বোঝা যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সারা বিশ্বের দৃষ্টিভঙ্গী পালটাচ্ছে।’ প্রসঙ্গত, ছবিটি মুক্তি পাওয়ার আগে একাধিকবার হুমকি পেয়েছেন বিবেক। কাশ্মীরের অজানা কাহিনি ফুটিয়ে তোলার জন্যই সমস্যায় জড়িয়েছিলেন তিনি। যার কারণে সোশ্যাল মিডিয়া ছেড়ে যাওয়ার ঘোষণাও করেছিলেন বিবেক।