‘ফুচকা’ শব্দটি আমাদের সামনে উচ্চারিত হলেই মনের মধ্যে একটা খুশির হওয়া খেলে যায়। ফুচকা ভালোবাসে না এমন মানুষের সংখ্যা খুবই কম। আবার ফুচকা খাবো আর ফাউ পাবো না এমনটা কখনোই সম্ভব নয়। ফুচকার সঙ্গে তাই ফাউয়ের একটা অবিচ্ছেদ্য সম্পর্ক তৈরি হয়েছিল বহু কাল ধরে। ফুচকার খ্যাতি এখন বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে পড়েছে। ভারতেরও নানা স্থানে ফুচকা পাওয়া যায় তবে শুধু নামের বদল ঘটে। এবার সেই ফুচকা আর ফাউ নিয়েই তৈরি হয়েছে নতুন মিউজিক ভিডিও ‘ ফাউ দ্য ফুচকা ‘। গানটি শোনা যাবে লগ্নজিতা চক্রবর্তী এবং সমিধ মুখার্জীর কন্ঠে।
৩১ জানুয়ারি এই মিউজিক ভিডিও মুক্তি পেয়েছে। ভিডিও- টি উদিতা পারফর্মিং আর্টসের উদ্যোগে ‘এফ এম ডি বাংলা’ -র নিবেদন। দেখা যাবে ‘এফ এম ডি বাংলা’ ইউটিউব চ্যানেলে। এই অভিনব ভিডিও – র নির্দেশক দীপঙ্কর নাগ, গীতিকার সৌম্যদেব বসু এবং সঙ্গীত পরিচালক দীপজ্যোতি দে। প্রধান দুটি ভূমিকায় অভিনয়ে দেখা যাবে শুভঙ্কর সাহা ও মধুরিমা চক্রবর্তীকে এবং এছাড়াও আছেন সঞ্জয় বিশ্বাস, সৌমিলী চক্রবর্তী প্রমুখ।
ফুচকা বর্তমান জীবনের প্রতিটি পর্বে আছে। ফুচকা এখন শুধুমাত্র রাস্তার ধারেই নয়, বড় বড় হোটেলেও প্রবেশ করেছে আবার বিয়ে বাড়ির মেনুতেও রয়েছে। ফুচকা অনেকে দুপুরে বা রাতের খাবার হিসেবেও খায়। নির্মাতারা এইরকম নানা ভাবনা নিয়েই এই মিউজিক ভিডিওটি বানিয়েছেন। সেদিন ভিডিওর প্রকাশ উপলক্ষ্যে একটি বিশেষ অনুষ্ঠানে সমস্ত কলাকুশলীদের সঙ্গে ‘এফ এম ডি বাংলা’- র কর্ণধার রমেশ ভান্ডারিও উপস্থিত ছিলেন। পরিচালক দীপঙ্কর নাগ এই ভিডিও টির পূর্বে বহু ভিডিও – তে তাঁর পারদর্শিতার পরিচয় দিয়েছেন, এবার ‘ফুচকা দ্য ফাউ’-ও আশা করা যাচ্ছে দর্শকদের হৃদয় স্পর্শ করবে।