দেশের সময় ওয়েবডেস্কঃ অবশেষে কাটল উদ্বেগ। খোঁজ মিলল হিমাচলের পাহাড়ি বাঁকে নিখোঁজ হওয়া চার বাঙালি অভিযাত্রীর। জানা গেছে, তাঁরা সকলেই সুস্থ আছেন। হেলিকপ্টার থেকে তাঁদের অবস্থান ও সুস্থতা নিশ্চিত করা হয়েছে। আজকেই তাঁদের উদ্ধার করা হবে।
হিমাচল প্রদেশের মাউন্ট আলি রত্নিটিব্বা আরোহণ করতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন ওই অভিযাত্রীরা।ব্যক্তিগত উদ্যোগেই অভিযানে গিয়েছিলেন ওই চার বন্ধু।
ছিলেন কলকাতার পার্শিবাগান গড়পার রোডের বাসিন্দা অভিজিৎ বণিক, হরিদেবপুরের চিন্ময় মণ্ডল, যাদবপুরের রিজেন্ট এস্টেটের দিবস দাস এবং এনায়েত নগরের বাসিন্দা বিনয় দাস। গত চারদিন ধরেই তাঁদের খোঁজ মিলছিল না।
কুলুর মাউন্ট আলি রত্নি টিব্বা শৃঙ্গের উচ্চতা ৫৪৫৮ মিটার। পথ পাথুরে ও অত্যন্ত খাড়াই। চারপাশে হিমবাহ। সব অর্থেই ঝুঁকিপূর্ণ ট্রেকিং। পুজোর আগে ওই শৃঙ্গ জয় করতে গিয়েছিলেন চার বন্ধু।
নিখোঁজদের উদ্ধারে অটলবিহারী বাজপেয়ী ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং অ্যান্ড অ্যালায়েড স্পোর্টস থেকে ২২ জন পর্বতারোহীর একটি দলকে পাঠানো হয়েছিল। তাঁরা লাগাতার খোঁজ করছিলেন পাহাড়ি বাঁকে হারিয়ে যাওয়া চার অভিযাত্রীর। আজ, রবিবার উদ্ধারকারীদের তরফে জানানো হয়েছে, খোঁজ মিলছে ওই চার যুবকের। তাঁদের উদ্ধার করা হচ্ছে।