Morbi Bridge Collapse: গুজরাটের মোরবি সেতু বিপর্যয়ে শোক প্রকাশ করে ভারতের পাশে থাকার বার্তা বাইডেন-হ্যারিসের

0
536

দেশের সময় ওয়েবডেস্কঃ রবিবারের সন্ধ্যায় গুজরাটে যে ভয়াবহ দুর্ঘটনা ঘটে গিয়েছে তাতে শিউরে উঠেছে গোটা দেশ।

উৎসবের মেজাজের মাঝেই গুজরাটের মোরবীতে মাচ্ছু নদীর ওপর ভেঙে পড়ে কেবল ব্রিজ। এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন প্রায় ১৪১ জন, আহত বহু। এই পরিস্থিতিতে ভারতের পাশে দাঁড়িয়ে থাকার বার্তা দিয়ে শোক প্রকাশ করেছেন জো বাইডেন,কমলা হ্যারিস।

সেতু বিপর্যয়ে যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন বাইডেন। এই কঠিন পরিস্থিতিতে ভারত এবং ভারতবাসীদের পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি। অন্যদিকে শোকজ্ঞাপন করেছেন কমলা হ্যারিস। টুইটে তিনি, গুজরাটের ভয়াবহ সেতু বিপর্যয়ে যাঁরা প্রাণ হারিয়েছেন তাঁদের প্রতি শোকজ্ঞাপন করেছেন।

গুজরাটের সেতু বিপর্যয়ের পর জো বাইডেন ছাড়াও বিশ্বের একাধিক রাষ্ট্রনেতা গুজরাটের এই ঘটনায় সমবেদনা প্রকাশ করেছেন। সমবেদনা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ইজরায়েলের প্রধানমন্ত্রী ইয়ের ল্যাপিড, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিঙ্ঘে, নেপালের প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা সহ একাধিক বিশ্বনেতা।পুতিন। তিনি জানিয়েছেন, “গুজরাটের সেতু দুর্ঘটনা খুবই দুঃখজনক, আমি সমব্যথী।“

এদিকে এই ঘটনায় মৃতদের পরিবারের প্রতি ও আহতদের আর্থিক সাহায্যের ঘোষণা করেছে গুজরাট সরকার ও কেন্দ্রীয় সরকার।

উল্লেখ্য আজ, ঘটনাস্থলে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকাল অর্থাৎ সোমবার তিনি জানিয়েছিলেন কর্তব্যের কারনে অন্য কর্মসূচিতে গেলেও তাঁর মন পড়ে আছে মোরবীতেই। আজ হাসপাতালে চিকিৎসারত সেতু বিপর্যয়ে আহতদের সঙ্গেও দেখা করবেন মোদী।

Previous articlePune: পুণের হোটেলে ভয়াবহ আগুন, দেখুন ভিডিও
Next articleNarendra Modi at Morbi: মোরবির দুর্ঘটনাস্থল পরিদর্শন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, আহতদের দেখতে গেলেন হাসপাতালে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here