Monami Ghosh: এবার পুজোয় মনামীর নতুন মিউজিক ভিডিও , মুক্তি পেল ‘আইলো ঊমা বাড়িতে’

0
462
সৃজিতা শীল, কলকাতা

তাঁর প্রত্যেক মিউজিক ভিডিওরই একটা করে ‘হুকস্টেপ’ থাকে। আর সেটাই মনে গেঁথে যায় মানুষের। অন্যথা হল না এই ভিডিওতে। ‘ভিটামিন এম’ (Vitamin M)-এর পরে মনামীর প্রথম মিউজিক ভিডিও, ‘আইলো ঊমা বাড়িতে’। মুক্তি পেল নিজের প্রযোজনা সংস্থা থেকে মনামীর দ্বিতীয় মিউজিক ভিডিও। 

https://www.instagram.com/reel/CyLY9CmrfzI/?igshid=MzRlODBiNWFlZA==

সোমবার গানের লঞ্চের অনুষ্ঠানে হলুদ শাড়িতে ঝলমল করছিলেন মনামী। গানটির সঙ্গে পারফর্মম্যান্সও করেছেন তিনি। পুজোর আগে মুক্তি পাওয়া এই গানে তুলে ধরা হয়েছে দুর্গাপুজোর নস্ট্যালজিয়া আর একটি মেয়ের গল্প। নিজের প্রযোজনা সংস্থা থেকে একটি মিউজিক ভিডিও তৈরি করেছিলেন মনামী। সেই সংস্থা থেকেই মুক্তি পেল, পুজোর আমেজ মাখা নতুন এই ভিডিও। 

এর আগে, জনপ্রিয় হয়েছিল মনামীর ‘ভিটামিন এম’ (Vitamin M) গানটি। নতুন মিউজ়িক ভিডিওটির পরিচালনায় দায়িত্বে রয়েছেন সৈকত বারুরি। এই ভিডিওটি নিয়ে অভিনেত্রী বলছেন, ‘এই মিউজ়িক ভিডিওটিতে ভরপুর বাঙালি আবেগের ছোঁয়া পাবেন দর্শক। শুধু তাই নয়, রয়েছে একটি গল্পও। আর যেহেতু এটা পুজোর গান, সেই জন্য থাকবে নাচের ছোঁয়াও। তবে নাচ নয়, গোটা মিউজ়িক ভিডিও জুড়ে গানের সঙ্গে যে গল্প বলা হবে, সেটাই প্রধান আকর্ষণ। আমাদের আশেপাশে অনেক মানুষ থাকে, যাঁর উপস্থিতিই পরিবেশকে রঙিন করে তোলে। এই মিউজ়িক ভিডিও ঠিক তেমন একটি মেয়ের গল্প বলবে। যে মেয়ে শুধু নিজের উৎসবের আনন্দই মাখতে পারে না, তাকে ছড়িয়েও দিতে জানে সবার মধ্যে। এমন মানুষ যদি ঘরে ঘরে, পাড়ায় পাড়ায় থাকতেন, তাহলে আর কেউ উৎসবের আনন্দ থেকে বাদ পড়তেন না। আমাদের আশা, এই বছরের সেরা মিউজ়িক ভিডিও হতে চলেছে এটি। দর্শকদের প্রতিক্রিয়া জানার জন্য অধীর অপেক্ষায় রয়েছি।’

হলুদ শাড়িতে মনামী এদিন নজর কেড়েছেন। হাজির ছিলেন সৈকত বারুরি সহ গানের গোটা টিম। এই ভিডিওতে মনামির লিপে গানটি গেয়েছেন অন্তরা নন্দী। সঙ্গীত আয়োজন করেছেন ম্যাক মল্লার সঙ্গীত পরিচালক জুটি। গীতিকার হিসেবে রয়েছেন আকাশ ভট্টাচার্য।

Previous articleKamduni Case:সোমবার রাতে জেল থেকে বেরল কামদুনি কাণ্ডের চার অভিযুক্ত। খবর পেতেই কেঁদে ভাসালেন টুম্পা-মৌসুমীরা
Next article“World mental Health Day:”How are you doing?”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here