Miraz fashion: স্বর্ণালী ও সঙ্গীতার উদ্যোগে মিরাজ এর নজরকাড়া ফ্যাশন প্রদর্শনী কলকাতায়

0
651

পিয়ালী মুখার্জী , কলকাতা: স্বপ্ন আর ইচ্ছে যেখানে ডানা মেলে, মহিলা ও শিশুদের জন্য ভালো কিছু করার তাগিদ যখন মনের ভেতর বাসা বাঁধে তখন তৈরি হয় “মিরাজ”। স্বর্ণালী ও সঙ্গীতার ঐকান্তিক প্রচেষ্টায় দুস্থ শিশুদের সমাজের মূল স্রোতে ফেরানো ও মহিলাদের স্বনির্ভর করার জন্য গড়ে তোলা হয়েছে মিরাজ।

মিরাজ শব্দের মানে আরোহণ করা বা আরোহণ করে চলার পথ। আক্ষরিক অর্থেই ছোট বড় মহিলা উদ্যগতারা মিরাজের হাত ধরে এগিয়ে যাচ্ছে এভাবেই।

স্বর্ণালী ও সঙ্গীতার মানস পুত্র মিরাজের উদ্যোগে প্রতিবছরের মতো এবছরও মিডলটন চেম্বারের ব্যাংকুএট হলে বুধবার থেকে শুরু হয়েছে ফ্যাশন ফিয়েস্তা প্রদর্শনী। এক ছাদের নিচে একই সঙ্গে হরেক পসরার মেলা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জ্যোতি মহিপাল, প্রুচি গুপ্তা, ফ্যাশন ডিজাইনার সন্দীপ জয়সওয়াল, অভিনেত্রী উসসী রায়।

উদীয়মান ডিজাইনারদের সঙ্গে সময় কাটিয়ে তাঁদের উৎসাহিতও করেন সন্দীপ জয়সওয়াল, অভিনেত্রী উসসী রায়।

স্বর্ণালী জানালেন মিরাজ তাদের জন্য একটা প্লাটফর্ম যেসব মহিলারা বাড়িতে থাকেন যাদের মধ্যে সৃজনশীলতা আছে যারা কিছু করতে চান, মানুষের সামনে তুলে ধরতে চান তাদের জন্য এই প্রচেষ্টা।

সঙ্গীতা জানালেন তারা প্রায় ৯০ শতাংশ মহিলা নিয়ে মিরাজ কে এগিয়ে নিয়ে চলেছেন। তাদের উদ্দেশ্য মহিলা শিশু ও সমাজের জন্য কিছু করা। ম

হিলাদের স্বনির্ভর করা। তারা নিজেরাও একটি এনজিও এর সাথে যুক্ত। তাদের বছরে প্রায় তিন থেকে চারটি প্রদর্শনী হয়, নারীর ক্ষমতায়ন নিয়ে এত কথা আমরা বলে থাকি তারই প্রতিফলন এই সংস্থা।

প্রতিবারের মতো এবারেও একটি এনজিও এর স্টল দেওয়া হয়েছে এখানে। সোনাগাছির মেয়েরা তাদের নিজেদের তৈরি বিভিন্ন সামগ্রী রেখেছে এই প্রদর্শনীতে। এই স্টলের মহিলারা জানালেন তারা তাদের এক সমাজসেবীর মাধ্যমে এই কাজগুলো করার উৎসাহ পেয়েছেন। তাদের বাচ্চারা যাতে মাথা তুলে স্বাভাবিক ভাবে বাঁচতে পারে সেই কারণেই তাদের এই উদ্যোগ।

এই প্রদর্শনী তে পাওয়া যাবে হ্যান্ডলুম থেকে কাঁথা কাজ বিভিন্ন ধরণের বিভিন্ন দামের শাড়ি। নানান ধরণের কাপড়ে তৈরি পোশাক।

নানান ধরণের ধাতুর তৈরি গহনা, ঘরে তৈরি চকোলেট, কেক, পেস্ট্রি থেকে বিরিয়ানি। আচার থেকে অর্গানিক সামগ্রী। হাতে তৈরি বিভিন্ন ধরণের ব্যাগ ইত্যাদি। প্রদর্শনী চলবে বৃহস্পতিবার ৩১ মার্চ রাত ৮ টা পর্যন্ত।

Previous articleAmit Shah attacks TMC: ‘বিরোধীদের খুন করে রাজ্য শাসন করে না বিজেপি’,তৃণমূলকে নিশানা করে সংসদে বিস্ফোরক শাহ
Next articleBengali Nurse Raped: বেঙ্গালুরুতে বাঙালি নার্সকে গণধর্ষণ, গ্রেফতার দিল্লির ৪ সাঁতারু

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here