Minakshi Mukherjee: এবার জেলে দারুণ জমবে সরস্বতী পুজো, ফিতে কাটবেন পার্থ,দুই পুরোহিতও আছেন : মীনাক্ষী

0
943

দেশের সময় ,গোপালনগর: কালীপুজো, ভাইফোঁটা, বড় দিন, নতুন বছর এ সবই কেটেছে জেলবন্দি দশায়। এবার সরস্বতী পুজোটাও জেলেই কাটাতে চলেছে শিক্ষা দুর্নীতিতে হাজতে থাকা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বুধবার উত্তর২৪পরগনার গোপালনগর সভা থেকে তা নিয়েই তীব্র কটাক্ষ করলেন সিপিএমের যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় ৷

এদিন গোপালনগরের সভা থেকে ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক বলেন, ‘এমনিতে সরস্বতী পুজোর সময়ে পাড়ায় পাড়ায় পুরোহিতদের পাওয়া দায় হয়ে যায়।ঠাকুরমশাইকে অনেকসময়ে বগলদাবা করে তুলে এনে বসিয়ে দেওয়া হয় মণ্ডপে।

তবে সেন্ট্রাল জেলে এবার সরস্বতী পুজো দারুণ জমবে। ওখানে পুরোহিতের অভাব নেই। দুই বামুন আছেন, সুবীরেশ আর মানিক। ওঁরা পুজো করে দেবেন আর ফিতে কেটে দেবেন পার্থ।

সেইসঙ্গে তৃণমূলকেও এদিন তীব্র আক্রমণ শানান মীনাক্ষী। তিনি বলেন, ‘কেউকেউ এখানে আমাদের লোকদের হুমকি দিচ্ছে, বেশি ট্যাঁ ফোঁ করলে জব কার্ড বাতিল করে দেবে, আবাস যোজনা থেকে নাম বাদ দিয়ে দেবে। আমরাও তাদের বলছি, বেশি ট্যাঁ ফো করবে না, আমরাও টেংরি খুলে নিতে জানি।’

মীনাক্ষী আরও বলেন, আগামী পঞ্চায়েত নির্বাচনে বাম প্রার্থীরা যাতে মনোনয়ন পেশ করতে পারেন তার জন্য যুবরা পাহারাদারের কাজ করবে। যদি কেউ রুখতে আসে তাহলে সম্মুখ সমরের বার্তাও দিয়েছেন তিনি।

পাল্টা প্রতিক্রিয়ায় বাগদার বিধায়ক তথা বনগাঁ জেলা তৃণমূলের সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, বাংলার মানুষ গণতান্ত্রিকভাবে সিপিএমের টেংরি খুলে নিয়েছে। বিধানসভায় শূন্য। তাই হতাশায় এসব বলছেন।

Previous articleBongaon High School: আমাদের বিদ্যালয়ের ভিতরে আপনাকে স্বাগত জানাবেন বিভূতিভূষণ: অনুপম চক্রবর্তী
Next articleSaraswati Puja: সরস্বতী পুজোর রং ছড়িয়ে দিন হোয়াটসঅ্যাপেও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here