দেশের সময় ওয়েবডেস্কঃ ১০০ দিনের কাজের প্রকল্পে প্রাপ্য মজুরি পাননি বহু মানুষ। যদিও কাজ করার পনেরো দিনের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে মজুরির টাকা জমা পড়ার কথা ৷

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বাংলার শ্রমিকদের প্রাপ্য মজুরি চেয়ে এবার মোদীকে চিঠি দিয়েছেন মমতা। বৃহস্পতিবার দিল্লির সাউথ ব্লকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের ঠিকানায় পাঠানো হয়েছে চিঠিটি। বাংলার ১০০ দিনের কাজের শ্রমিকদের বকেয়া মজুরি কবে দেওয়া হবে তা চিঠিতে জানতে চেয়েছেন মমতা।

চিঠিতে মমতা জানিয়েছেন, গত চার মাস ধরেই কেন্দ্র এই মজুরির টাকা বকেয়া রেখে দিয়েছে। তার পরিমাণ প্রায় ৬৫০০ কোটি টাকা। বাংলাকে ওই টাকা না দেওয়ায় এ রাজ্যের গ্রামে থাকা দরিদ্র মানুষ অসুবিধায় পড়ছেন। 

কারণ ১০০ দিনে কাজের মজুরি বাবদ কেন্দ্রের দেওয়া কয়েকটি টাকার উপরেই তাদের জীবনধারণ নির্ভর করে। চিঠিতে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা না দেওয়ার বিষয়টিও উল্লেখ করেছেন মমতা। বলেছেন, আবাস যোজনা প্রকল্পে গোটা দেশে পয়লা নম্বরে রয়েছে বাংলা।

৩২ লক্ষ বাড়ি বানানো হয়েছে এই প্রকল্পের আওতায়। তা সত্ত্বেও এবার নতুন করে বাংলার জন্য কোনও অর্থ বরাদ্দ করা হয়নি। মমতার কথায়, নতুন করে অর্থ বরাদ্দ না করলে সাধারণ মানুষজন মাথার উপর ছাদ গড়তে খুবই সমস্যায় পড়ছেন। 

প্রসঙ্গত, কেন্দ্রের বিরুদ্ধে রাজ্যের আর্থিক বঞ্চনার অভিযোগ নতুন কিছু নয়। এর আগে বহুবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, বাম আমলের বকেয়া ঋণের বোঝা এখনও বয়ে চলতে হচ্ছে তাঁর সরকারকে। ফলে রাজ্যের উন্নয়ন সার্বিকভাবে বাধাপ্রাপ্ত হচ্ছে। এমনকী, বিভিন্ন দুর্যোগের সময় অন্যান্য রাজ্যের তুলনায় বাংলাকে কম অনুদানও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন মমতা। 

আর এবার তথ্য, খতিয়ান তুলে ধরে নির্দিষ্ট প্রকল্পে বরাদ্দ বকেয়া রাখার অভিযোগ তুলে প্রধানমন্ত্রীকে গুরুত্ব দিয়ে বিষয়টি বিবেচনা করার অনুরোধ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here