Mamata Banerjee-High Court:বড় স্বস্তি মমতার,হাইকোর্টে নিষ্পত্তি হল মামলার

0
61

দেশের সময় , কলকাতা: ভোট আবহে সাধুদের নিয়ে মুখ্যমন্ত্রী যে মন্তব্য করেছিলেন, তা বিতর্ক তৈরি হয়। সেই ইস্যুতেই মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে। বৃহস্পতিবার মামলার নিষ্পত্তি করে দিল আদালত। এটি জনস্বার্থ মামলা বলে মনে হচ্ছে না, এমনটাই পর্যবেক্ষণ হাইকোর্টের। ফলে আদালতে কার্যত স্বস্তি পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সাধুদের নিয়ে মন্তব্যের জেরে তাঁর বিরুদ্ধে মামলা করেছিল বিশ্ব হিন্দু পরিষদ। সেই মামলার এদিন নিষ্পত্তি করে দিয়েছে প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ। প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, এটা পুরনো গল্প। হলফনামা দেখে জনস্বার্থ মামলা বলে মনে হয়নি। অন্য কোনওভাবে অভিযোগ জানাতে পারেন বা অন্য আদালতে যেতে পারেন, এমনটাও বলেছেন বিচারপতি।

লোকসভা ভোটের প্রচার চলাকালীন কামারপুকুরের সভা থেকে বহরমপুরের ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান কার্তিক মহারাজকে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছিলেন, সরাসরি রাজনীতি করে দেশটার সর্বনাশ করছেন, তাঁদের আমি সাধু বলে মানি না। রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সঙ্ঘ, ইসকন মন্দিরের রাজনীতির সঙ্গে যোগ নিয়ে তোপ দাগেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদে সরব হন সাধুদের একাংশ। কলকাতায় পদযাত্রাও করেন তাঁরা। বাগবাজার সারদা মায়ের বাড়ি থেকে বিবেকানন্দের বাড়ি পর্যন্ত মিছিল করেন তাঁরা।

Previous articleWeather update কবে আসবে ঝেঁপে বৃষ্টি? দশ মিনিটের বৃষ্টি যেন সান্ত্বনা পুরস্কার,বাড়ল অস্বস্তি, জানুন আবহাওয়ার আপডেট
Next articleOT ওটিতে গান শুনিয়ে রোগীদের মন ভালো করেন অর্থোপেডিক সার্জন ডা: বুদ্ধদেব চ্যাটার্জি , দেশের সময়’কে দিলেন একান্ত সাক্ষাৎকার: দেখুন ভিডিও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here