Mamata Banerjee : মতুয়াদের নিয়ে মন্তব্য, মুখ্যমন্ত্রীকে ঠাকুরবাড়িতে ঢুকতে না দেওয়ার হুঁশিয়ারিগাইঘাটার বিধায়কের

0
372

দেশের সময় , ঠাকুরনগর: মতুয়াদের নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রেক্ষিতে ফের সরব হলেন বিজেপি প্রভাবিত অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘ।

বুধবার ঠাকুরবাড়িতে সাংবাদিক বৈঠক করেছেন গাইঘাটার বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর। ভুল সংশোধন না করলে ঠাকুরবাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়কে ঢুকতে না দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন গাইঘাটার বিধায়ক।

সুব্রত ঠাকুরের দাবি, তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের দিন মমতা বন্দ্যোপাধ্যায় মতুয়া এবং রাজবংশীদের তাঁর পায়ের সঙ্গে তুলনা করেছেন। বার বার মমতা বন্দ্যোপাধ্যায় ইচ্ছাকৃত ভুল করে মতুয়াদের অসম্মান করছেন। আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের প্রতিবাদে রাজবংশী এবং মতুয়ারা যৌথ ভাবে প্রতিবাদে নামবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সুব্রত ঠাকুর।

মমতাবালা ঠাকুর বলেন, ‘মতুয়াদের জন্য একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন করেছেন।’ সুব্রত ঠাকুরদের হুঁশিয়ার প্রসঙ্গে তিনি বলেন, ‘অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মন্দিরে ঢুকতে না দেওয়ার জবাব মানুষ পঞ্চায়েত ভোটের মধ্যে দিয়ে দিয়েছে।’ বনগাঁর সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় নিজের জীবন মানুষের জন্য উৎসর্গ করেছেন। তিনি সেটাই বলতে চেয়েছেন। শান্তনু ঠাকুর, সুব্রত ঠাকুররা এর আগেও মানুষকে বিভ্রান্ত করেছেন। এটা মতুয়ারা ভালো ভাবে নেবে না।’

Previous articleRakhi Utsav at Milantirtha: একাকী জীবনে বৃদ্ধ-বৃদ্ধাদের আনন্দ দিতে মিল্কীওয়ে প্রিস্কুলের উদ্যোগে মিলনতীর্থে রাখি উৎসব
Next articleReliance Board:গণেশ চতুর্থী থেকে গোটা দেশে জিও এয়ার ফাইবার চালু, রিলায়েন্স সাম্রাজ্যে নয়া মুখ আকাশ, ইশা ও অনন্ত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here