দেশের সময় কলকাতা : বৃহস্পতিবার সন্ধেয় আচমকা কপালে চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসএসকেএমে প্রাথমিক চিকিৎসার পর বাড়ি ফিরেছেন মুখ্যমন্ত্রী। কপালে তিনটি এবং নাকে একটি সেলাই পড়েছে।
বাড়িতেই পিছন থেকে ধাক্কা লাগায় পড়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনটাই জানালেন এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী হাসপাতাল থেকে বাড়ি ফিরে যাওয়ার পর এসএসকেএমের ডিরেক্টর মণিময় বন্দ্যোপাধ্যায় জানান, মুখ্যমন্ত্রীর কপালে তিনটি এবং নাকে একটি সেলাই পড়েছে। পিছন থেকে কোনও ভাবে ধাক্কা লাগায় তিনি পড়ে গিয়েছিলেন।
মণিময় বলেন, ‘‘সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ মুখ্যমন্ত্রীকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। বাড়িতে পিছন থেকে ধাক্কা লেগে পড়ে গিয়েছেন তিনি। তাঁর মস্তিষ্কে আঘাত লেগেছে। গভীর ক্ষত হয়েছে কপালে। ক্ষত স্থান থেকে অনেকটা রক্তও বেরিয়েছে।’’ তিনি আরও বলেন, ‘‘হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের প্রধান, মেডিসিন এবং কার্ডিয়োলজি বিভাগের চিকিৎসকেরা মুখ্যমন্ত্রীকে দেখেছেন। ক্ষত স্থানে ড্রেসিং করানো হয়। ইসিজি, সিটি স্ক্যান-সহ বেশ কিছু শারীরিক পরীক্ষা করা হয়েছে। হাসপাতালে রাতে তাঁকে থেকে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি বাড়ি ফিরে যেতে চান।’’
শুক্রবারও হাসপাতালে নিয়ে যাওয়া হবে মুখ্যমন্ত্রীকে, জানান এসএসকেএমের ডিরেক্টর। বাড়িতেও তাঁকে পর্যবেক্ষণে রাখবেন চিকিৎসকেরা।
মুখ্যমন্ত্রীর এই আঘাত নিয়ে উদ্বিগ্ন রাজনৈতিক মহল। বিরোধী অন্যন্য দলগুলির নেতৃত্বর পাশাপাশি টুইট করে এ ব্যাপারে মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্যর প্রার্থনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। টুইটে মোদী লিখেছেন, ‘‘মমতা দিদির দ্রুত আরোগ্য এবং সুস্থতার জন্য প্রার্থনা করি।’’
I pray for a quick recovery and the best health for Mamata Didi. @MamataOfficial
— Narendra Modi (@narendramodi) March 14, 2024
মুখ্যমন্ত্রীর চিকিৎসার খোঁজ নিতে এদিন রাতে হাসপাতালে এসেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি চিকিৎসকদের কাছে মুখ্যমন্ত্রীর স্বাস্থ্যের খোঁজ নেন।
এখন বড় কৌতূহলের বিষয় হল, মমতা বন্দ্যোপাধ্যায়কে কে পিছন থেকে ধাক্কা মারে? তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী। ফলে এর সঙ্গে মুখ্যমন্ত্রীর নিরাপত্তার বিষয়টি ওতপ্রতভাবে জড়িত। তাই প্রশ্ন উঠেছে যে, কোনও বৈরীতা থেকে কেউ পিছন থেকে ধাক্কা মেরেছে? নাকি অনিচ্ছাকত ভাবে ধাক্কা লেগে গিয়েছে, তার ফলে পড়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী।
চিকিৎসক আরও জানিয়েছেন, “এসএসকেএম হাসপাতালের নিউরো সার্জারির প্রধান, মেডিসিনের প্রধান এবং কার্ডিওলজিস্টরা তাঁকে পরীক্ষা করেন। মুখ্যমন্ত্রীর কপালে ৩টি ও নাকে ১টি সেলাই পড়েছে। তাঁকে হাসপাতালে থাকতে পরামর্শ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি বাড়ি ফিরে যেতে চান।”
এসএসকেএমের অধিকর্তা আরও জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর ইসিজি, সিটি স্ক্যান ইত্যাদি হয়েছে। সেরকম কিছু পাওয়া যায়নি। তবে কাল ফের তাঁর শারীরিক পরীক্ষা করা হবে।
মুখ্যমন্ত্রীর সুস্থতা কামনা করে ঘাটালের মন্দিরে পুজো দিয়েছেন অভিনেতা তথা ঘাটালের তৃণমূল প্রার্থী দেব। এদিন প্রচারের মাঝেই মুখ্যমন্ত্রীর চোটের খবর পান তিনি। এব্যাপারে উদ্বেগ প্রকাশের পাশাপাশি দ্রুত আরোগ্যর প্রার্থনা করেছেন দেব।
মমতার আরোগ্য কামনা করে টুইট করেছেন কংগ্রেস সাংসদ শশী থারুর, দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল। এরাজ্যের রাজনৈতিক নেতারাও মুখ্যমন্ত্রীর আরোগ্য কামনা করে টুইট করেছেন। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী দ্রুত আরোগ্যর কামনা করেছেন। মুখ্যমন্ত্রীর সুস্থতার প্রার্থনা জানানোর পাশাপাশি মুখ্যমন্ত্রীর বাড়িতে ফাস্টএডের ব্যবস্থা নেই কেন, সেই প্রশ্ন তুলেছেন সেলিম।