দেশের সময় ওয়েবডেস্কঃ অখিল মন্তব্যে তোলপাড় গোটা রাজ্য।

রাজ্যের একাধিক জায়গায় তাঁর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ দেখাচ্ছে গেরুয়া শিবির, আদিবাসী সমাজ। রাষ্ট্রপতি সম্পর্কে অবমাননাকর মন্তব্যের প্রেক্ষিতে শাসক দলের পক্ষ থেকেই আগেই জানানো হয়েছিল তাঁর এই মন্তব্য সমর্থন করে না তৃণমূল কংগ্রেস।

রাজ্যের কারা মন্ত্রী অখিল গিরি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্পর্কে যে মন্তব্য করেছেন তা নিয়ে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে এক প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী বলেন, “রাষ্ট্রপতিকে আমরা সম্মান করি। আমি ব্যক্তিগত ভাবে ওনাকে শ্রদ্ধা করি। অখিল অন্যায় করেছে। আমরা অখিলের মন্তব্যের নিন্দা করি। অন্যায় মন্তব্য সমর্থন করি না। আমি ব্যক্তিগতভাবে কথা বলেছি ওর সঙ্গে। আমার বিধায়কের হয়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি।” সঙ্গেই বলেন, দলের তরফ থেকে সতর্ক করা হয়েছে অখিল গিরিকে। 

সার্বিক এই প্রেক্ষাপটেই বিতর্কে ইতি টানতে এদিন মুখ্যমন্ত্রী বলেন, দলের তরফ থেকে অখিলের মন্তব্যের নিন্দা করা হয়েছে। তাঁকে সতর্কও করা হয়েছে। শুধু রং দিয়ে সৌন্দর্য বিচার করা যায় না। বর্তমান রাষ্ট্রপতিকে আমি খুবই সম্মান ও মর্যাদা করি। তিনি খুবই ভাল ও মধুর স্বভাবের মহিলা, তাঁকে খুবই পছন্দ করি আমি।

তবে বিজেপির চাপে পড়ে অখিল যে ইস্তফা দেবে না তাও স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। মমতা এদিন বলেন, ওঁকে সতর্ক করা হয়েছে। আগামী দিনে ফের এ ধরনের মন্তব্য করলে দল ব্যবস্থা নেবে।

একই সঙ্গে তিনি তুলে আনেন বীরবাহা হাঁসদার প্রসঙ্গ। আজকের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, “বীরবাহা হাঁসদা আদিবাসী পরিবারের মেয়ে, তাঁকে যদি কেউ বলে জুতোর নিচে রেখে দেওয়ার জন্য, তাহলে কি তা ঠিক?” প্রশ্ন করেন, কাউকে দাঁড় কাকের মতো দেখতে বলা কি রুচিকর? 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here