![](https://deshersamay.com/wp-content/uploads/2023/10/HEAD-PUJO-1024x225.jpg)
সন্দীপন হালদার, গোবরভাঙা: প্রতি বছর মহালয়ার আগে থেকেই শহরে দলীয় নেতা-মন্ত্রীদের বড় পুজোগুলির উদ্বোধন করে থাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু স্পেন এবং দুবাই থেকে ফেরার পরে পায়ের চোটের জন্য বর্তমানে ঘরবন্দি অবস্থায় বিশ্রামে রয়েছেন তিনি।
![](https://deshersamay.com/wp-content/uploads/2023/10/IMG-20230923-WA0008.jpg)
তাই এ বছর তাঁর হাত দিয়েই বড় পুজোগুলির উদ্বোধন হবে কি না, তা নিয়ে ধোঁয়াশা দেখা দিলেও পুলিশ সূত্রের খবর, মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি পুজোগুলির উদ্বোধন করবেন। আজ, বৃহস্পতিবার থেকেই সেই ভার্চুয়াল উদ্বোধন শুরু হওয়ার কথা। প্রথম দিন শ্রীভূমি-সহ কলকাতার ৬টি পুজোর উদ্বোধন করার কথা রয়েছে তাঁর। লালবাজার জানিয়েছে, মুখ্যমন্ত্রী এ বার কলকাতা পুলিশ এলাকার ৫০টি পুজোর ভার্চুয়ালি উদ্বোধন বাড়ি থেকেই করবেন।
![](https://deshersamay.com/wp-content/uploads/2023/10/DESHER-SAMAY_20231012103504000.jpg)
গোবরডাঙা পুরসভার চেয়ারম্যান শঙ্কর দত্ত দেশের সময়,কে জানান আজ বৃহস্পতিবার বিকাল ৪টে নাগাদ বিধান স্মৃতি সংঘের পুজোর ভার্চুয়াল উদ্বোধন করবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মন্ডপের প্রস্তুতি চলছে জোর কদমে ৷ সকাল থেকেই পুরসভার সমস্ত কাউন্সিলর সহ এলাকার মানুষ পুজো মন্ডপের সামনে ভিড় জমাতে শুরু করেছেন ইতিমধ্যেই ৷
![](https://deshersamay.com/wp-content/uploads/2023/10/adi-dey-new-ad-pic-1024x644.jpg)
সূত্রের খবর, কলকাতা পুলিশ এলাকা ছাড়াও ২২টি জেলার প্রায় এক হাজারেরও বেশি পুজোর ভার্চুয়াল উদ্বোধন করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর।
![](https://deshersamay.com/wp-content/uploads/2023/10/23-9-23-copy-scaled.jpg)
উল্লেখ্য, প্রতি বছর মহালয়ার আগে থেকে বিভিন্ন মণ্ডপে হাজির হয়ে পুজোর উদ্বোধন করেন মমতা। এমনকি, চেতলা অগ্রণীর মতো একাধিক মণ্ডপে প্রতিমার চোখও আঁকেন। কিন্তু তাঁর অসুস্থতার কারণে এ বার সেই রীতিতে ছেদ পড়ল।
![](https://deshersamay.com/wp-content/uploads/2023/10/IMG-20230415-WA0032.jpg)
তবে এবার তাজমহল দেখতে আগ্রায় নয় চলে আসুন গোবরডাঙায় ।গোবরডাঙার বিধান স্মৃতি সংঘ তাদের ৪৪ তম বর্ষে জনসাধারণের সামনে উপহার হিসাবে তুলে ধরেছে পৃথিবীর সপ্তম আশ্চর্য তাজমহল।
![](https://deshersamay.com/wp-content/uploads/2023/10/DEY-INTERNATIONAL-scaled.jpg)
আজ বিকেল ৪ টে ভার্চুয়ালি উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।
![](https://deshersamay.com/wp-content/uploads/2023/10/DESHER-SAMAY_20230608211438708-1024x683-1.jpg)
চেয়ারম্যান শঙ্কর দত্তের কথায় ,শুধু প্যান্ডেল বা প্রতিভা নয় সাথে থাকছে কাঠামোযুক্ত পরিচালনার ব্যবস্থা যাতে উপচে পড়া ভিড়কে তারা সামাল দিতে পারে। সুপরিচিত কৃষ্ণনগরের মৃৎশিল্পীদের হাতে তৈরি প্রতিমা ও মেদিনীপুরের কাঁথি অঞ্চলের দক্ষ শিল্পীদের তৈরি নকশায় ফুটে উঠেছে পূজা মন্ডপের সৌন্দর্য।
![](https://deshersamay.com/wp-content/uploads/2023/10/11.jpg)
চতুর্থী থেকে মন্ডপ পরিদর্শন করতে পারবেন সাধারণ দর্শনার্থীরা ।ক্লাব সদস্য ও সভাপতি আকাঙ্ক্ষা অনুযায়ী জানা যাচ্ছে, লক্ষাধিক মানুষের সমাগম ঘটতে পারে ক্লাব প্রাঙ্গণে। ভিড় সামলাতে পুলিশ প্রশাসন মোতায়েন থাকবে।
![](https://deshersamay.com/wp-content/uploads/2023/10/new-pc-jewellers-pujo-ad-01-scaled.jpg)
![](https://deshersamay.com/wp-content/uploads/2023/10/10.jpg)
![](https://deshersamay.com/wp-content/uploads/2023/10/07-1.jpg)