দেশেরসময় ওয়েবডেস্কঃ প্রথমে নিখোঁজ বলে হইহই রইরই পড়ে গেল। তার পর জানা গেল দিল্লিতে তিনি। মুকুল রায়কে নিয়ে টানাপোড়েনে এ বার মুখ খুললেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র ।

তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে তাঁর বক্তব্য, “মুকুলকে নেওয়ার সময় মনে হচ্ছিল, দিল্লিতে বিজেপি-র সিংহাসন দখল হয়েছে। গতবছর একুশে জুলাই মমতা-অভিষেকের পাশেই মুকুলের চেয়ার ছিল। বিজেপি-তে চলে গিয়ে সব খবর দিয়ে, তারপর পাগল সেজে এলে মঞ্চে জায়গা হয়ে যাবে? ‘এটা শুভেন্দু অধিকারীর গেমপ্ল্যান। মুকুলকে দিয়ে কিছু নাম বলানো হবে, যাতে মানুষ বিশ্বাস করেন। সেই জন্যই মুকুল রায়কে দিল্লি নিয়ে যাওয়া হয়েছে।’ মুকুলের ছেলে শুভ্রাংশুও বলেছিলেন, অভিষেকের বিরুদ্ধে চক্রান্ত করতেই তাঁর বাবাকে কেউ বা কারা নিয়ে গিয়েছেন।

কেউ আসছে, যাচ্ছে, তৃণমূল দলটাই যেন একটা রেস্টুরেন্ট হয়ে গেছে!’ সবাই তো এবার মুকুলের পথে হাঁটবে!”

মুকুল রায়ের দিল্লি যাওয়াকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘স্মল ম্যাটার।’ দলের মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, ‘এসব আবর্জনা, উৎপাতকে নিয়ে ভাবার কোনও সময়ই নেই তৃণমূলের।’ গোটা তৃণমূল যখন মুকুলকে হিসেবের বাইরে করে রাখতে চাইছে সেইসময় মদন মিত্র আবার অন্য অনুমান হাওয়ায় ভাসিয়ে দিতে চাইলেন।

এমনিতে মদন এখন দলের খুব গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্বে নেই। তাঁর বিচরণ বলতে কামারহাটি আর ফেসবুক লাইভ। তবে মাঝেই মাঝেই তাঁর নানান মন্তব্য নিয়ে হইচই হয়। মুকুলকে দলে নেওয়ার সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন মদন।

সম্প্রতি কুন্তল ঘোষ ও শান্তনু বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির পরেও তাঁরা কীভাবে দলের নেতা হলেন তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন মদন। সেই সময়ে মদন বলেছিলেন, ‘হুগলি মানে আমরা আকবর আলি খন্দকার, রত্না দে নাগ, তপন দাশগুপ্তর নাম জানি। আর এই শান্তনু, কুন্তল এসব পচা ধচা মালেরা দলে ঢুকল কী করে কে জানে।’ এদিন সেই মদনই মুকুল নিয়ে ফের বিস্ফোরক মন্তব্য করলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here