LPG Price 1 July : এক ধাক্কায় অনেকটাই দাম কমল এলপিজি গ্যাস সিলিন্ডারের, দেখুন লেটেস্ট রেট

0
1470

দেশের সময় ওয়েবডেস্ক : ১ জুলাই থেকে কমছে বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম।

পেট্রোলিয়াম সংস্থাগুলি শুক্রবার সকালে বিপুল দাম কমল কর্মাশিয়াল এলপিজি সিলিন্ডারের ৷ দিল্লিতে এখন ১৯ কিলোগ্রাম এলপিজি সিলিন্ডারের দাম ১৯৮ টাকা সস্তা হয়ে গিয়েছে ৷

এক ধাক্কায় প্রায় ২০০ টাকা কমছে দাম। দেশের অয়েল মার্কেটিং সংস্থাগুলির তরফে জানানো হয়েছে, ১৯ কেজির রান্নার গ্যাসের দাম কমছে ১৮২ টাকা। তবে অপরিবর্তিত থাকছে ১৪ কেজির রান্নার গ্যাসের দাম। বাণিজ্যিক রান্নার গ্যাসের (LPG Cylinder) দাম ফের কিছুটা কমায় স্বস্তি সাধারণ মানুষের।

তেল সংস্থাগুলির তরফে জানানো হয়েছে, ১ জুলাই থেকে ১৯ কেজির রান্নার গ্যাসের দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও দেশজুড়ে একই মাত্রায় দাম কমছে না। কলকাতায় দাম কমছে সিলিন্ডার প্রতি ১৮২ টাকা। নতুন দাম হল ২১৪০ টাকা।

তবে এখনই ১৪ কেজির রান্নার গ্যাসের (Domestic LPG cylinder) দাম কমার কোন সম্ভাবনা নেই। গত ১৯ মে থেকে অপরিবর্তিত আছে এই দাম। এখন ১৪.২ কেজির রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ১০২৯ টাকা।

সম্প্রতি বেশ কয়েকবার ১৯ কেজির গ্যাসের দাম কমানো হল। শেষবার জুন মাসে ১৩৫ টাকা দাম কমানো হয়েছিল। তারপর ফের জুলাইয়ে সেই দাম আরও কিছুটা কমানোর সিদ্ধান্ত নেওয়া হল। ফলে কিছুটা হলেও স্বস্তি ফিরবে মধ্যবিত্তদের।

Previous articleCoronavirus in West Bengal: বাংলায় দেড় হাজার ছাড়াল দৈনিক আক্রান্ত, মৃত ১
Next articleKOLKATA ISKCON RATH Yatra 2022 : আজ দুপুরে গড়াবে ইসকনের রথের চাকা, দড়ি টেনে উৎসবের সূচনা করবেন মুখ্যমন্ত্রী- দেখুন ভিডিও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here