Lok sabha Election 2024 TMC Candidate List : ৪২ জন তৃণমূল প্রার্থীর নাম ঘোষণা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায, বনগাঁয় বিশ্বজিৎ দাস: রলই সস্পূর্ণ তালিকা

0
351

দেশের সময় ,কলকাতা : কী বলা যাবে একে! নজিরবিহীন। 
তৃণমূলে এক নতুন যুগের সূচনা হল। লোকসভা ভোটে দলের প্রার্থীদের নাম মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন না। তা ঘোষণা করলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।-

১. কোচবিহার- জগদীশ চন্দ্র বসুনিয়া
২. আলিপুরদুয়ার- প্রকাশ সিং বড়াইক
৩. জলপাইগুড়ি- নির্মল চন্দ্র রায়

৪. দার্জিলিং-গোপাল নামা

৫. রায়গঞ্জ- কৃষ্ণ কল্যাণী

৬. বালুরঘাট- বিল্পব মিত্র

৭. মালদহ উত্তর- প্রসূন বন্দ্যোপাধ্যায়
৮. মালদহ দক্ষিণ- শাহনওয়াজ আলি রহমান 

৯. জঙ্গিপুর-  খলিলুর রহমান

১০. বহরমপুর- ইউসুফ পাঠান

১১. মুর্শিদাবাদ- আবু তেহের খান
১২. কৃষ্ণনগর- মহুয়া মৈত্র
১৩. রাণাঘাট- মুকুটমণি অধিকারী

১৪. বনগাঁ- বিশ্বজিৎ দাস

১৫. ব্যারাকপুর- পার্থ ভৌমিক

১৬. দমদম- সৌগত রায়

১৭. বারাসাত- ড. কাকলি ঘোষ দস্তিদার

১৮. বসিরহাট- হাজি নুরুল ইসলাম

১৯. জয়নগর- প্রতিমা মন্ডল

২০. মথুরাপুর- বাপি হালদার

২১. ডায়মন্ড হারবার- অভিষেক বন্দ্যোপাধ্যায়

২২. যাদবপুর- সায়নী ঘোষ
২৩. কলকাতা দক্ষিণ- মালা রায়
২৪. কলকাতা উত্তর- সুদীপ বন্দ্যোপাধ্যায়
২৫. হাওড়া- প্রসূন বন্দ্যোপাধ্যায়
৬. উলুবেরিয়া- সাজদা আহমেদ
২৭. শ্রীরামপুর- কল্যাণ বন্দ্যোপাধ্যায়
২৮. হুগলি- রচনা বন্দ্যোপাধ্যায়
২৯. আরামবাগ-  মিতালি বাগ
৩০. তমলুক- দেবাংশু ভট্টাচার্য
৩১. কাঁথি- উত্তম বারিক

৩২. ঘাটাল- দীপক অধিকারী (দেব)
৩৩. ঝাড়গ্রাম- কালিপদ সোরেন 
৩৪. মেদিনীপুর- জুন মালিয়া
৩৫. পুরুলিয়া- শান্তিলাল মাহাত
৩৬. বাঁকুড়া- অরূপ চক্রবর্তী


৩৭. বিষ্ণপুর- সুজাতা মন্ডল (খাঁ)
৩৮. বর্ধমান পূর্ব- ড.শর্মিলা সরকার
৩৯. বর্ধমান-দুর্গাপুর- কীর্তি আজাদ মিশ্র
৪০. আসানসোল- শত্রুঘ্ন সিনহা
৪১. বোলপুর- শতাব্দী রায়৪২. বীরভূম- অসিত মাল

৪২. বীরভূম- অসিত মাল

Previous articleTMC Candidate list ব্রিগেডের ‘জনগর্জন সভা’ থেকেই লোকসভার ৪২ আসনের প্রার্থি তালিকা ঘোষণা করবেন মমতা
Next articleLok Sabaha Election 2024  ঘরকুনো ব্যাঙ! জনসংযোগ বিচ্ছিন্ন প্রার্থীকে প্রতিদ্বন্দ্বী বলেই মনে করিনা ,শান্তনু’কে কটাক্ষ বিশ্বজিতের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here