কলকাতা, ২৬ অক্টোবর, ২০২৪: দুর্গাপুজো, লক্ষ্মীপুজো শেষ। এবার দরজায় কড়া নাড়ছে কালীপুজো, দীপাবলি। আর এই পুজো উপলক্ষে যাত্রীদের সুবিধার্থে একগুচ্ছ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল পূর্ব রেল। এমনিতে উৎসবের মরসুমে ট্রেনের চাহিদা তুঙ্গে থাকে। তবে অনেক সময়েই দেখা যায় পর্যাপ্ত ট্রেন না থাকায় রীতিমতো বাদুড়ঝোলা অবস্থা হয়ে যায়। তবে আর চিন্তা নেই, কারণ যাত্রীদের চাহিদার কথা ভেবে এবার পূর্ব রেলের তরফে শিয়ালদা ডিভিশনে অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেখুন ভিডিও
আপনিও যদি শিয়ালদা ডিভিশনের যাত্রী হয়ে থাকেন এবং কালীপুজো, দীপাবলির সময়ে কলকাতা থেকে কোথাও যাওয়ার প্ল্যান করে থাকেন বা সেখান থেকে আসার প্ল্যান করে থাকেন তাহলে রইল সুখবর। আসলে এবার পূর্ব রেল শিয়ালদা ডিভিশন আগামী ৩১ অক্টোবর ও ১ নভেম্বর, এই টানা দু’দিন অতিরিক্ত ৮টি EMU স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে।
রুটগুলিতে থাকবে একের পর এক চমক। এখন আপনিও কি জানতে ইচ্ছুক যে কোন কোন রুটে বিশেষ ট্রেন চালাবে রেল? বিস্তারিত সময়সূচি নিম্নরূপ:
শিয়ালদহ-ডানকুনি -শিয়ালদহ ইএমইউ স্পেশাল (এক জোড়া): ৩১.১০.২০২৪ তারিখে রাত ১১:৩০ টায় শিয়ালদহ থেকে ছেড়ে ০১.১১.২০২৪ তারিখে রাত ১২:১৫ টায় ডানকুনি পৌঁছাবে এবং ডানকুনি থেকে রাত ১২:২৫ টায় ছেড়ে রাত ১:০৫ টায় শিয়ালদহ পৌঁছাবে।
শিয়ালদহ-বারাসাত-শিয়ালদহ ইএমইউ স্পেশাল (এক জোড়া): শিয়ালদহ থেকে রাত ১২:১০ টায় ছেড়ে ০১.১১.২০২৪ তারিখে রাত ১২:৫৫ টায় বারাসাত পৌঁছাবে এবং বারাসাত থেকে রাত ১:১০ টায় ছেড়ে রাত ১:৫৫ টায় শিয়ালদহ পৌঁছাবে।
শিয়ালদহ-রানাঘাট-শিয়ালদহ ইএমইউ স্পেশাল (এক জোড়া): শিয়ালদহ থেকে রাত ১২:৪০ টায় ছেড়ে ০১.১১.২০২৪ তারিখে রাত ২:৩০ টায় রানাঘাট পৌঁছাবে এবং ৩১.১০.২০২৪ তারিখে রাত ১১:৪৫ টায় রানাঘাট থেকে ছেড়ে রাত ১:৪০ টায় শিয়ালদহ পৌঁছাবে।
শিয়ালদহ-বারুইপুর-শিয়ালদহ ইএমইউ স্পেশাল (এক জোড়া): শিয়ালদহ থেকে রাত ১২:৩০ টায় ছেড়ে ০১.১১.২০২৪ তারিখে রাত ১:১৫ টায় বারুইপুর পৌঁছাবে এবং বারুইপুর থেকে রাত ১:২৫ টায় ছেড়ে রাত ২:১০ টায় শিয়ালদহ পৌঁছাবে।
এছাড়াও, শিয়ালদহ বিভাগ ৩১.১০.২০২৪ তারিখে সপ্তাহের অন্যান্য দিনের পরিষেবা চালানোর পরিকল্পনা করেছে, যা সমস্ত স্টেশনে, এমনকি হল্ট এবং ফ্ল্যাগ স্টেশনেও থামবে।