সঙ্গীতা চৌধুরী,কলকাতা:

এবারে কালীপুজোয় সকলের নজর কেড়েছে মধ্যমগ্রামের পূর্বাশা যুব পরিষদের কালীপুজো। এত দিন কালীপুজো মানেই উত্তর ২৪ পরগনার বারাসতের নামই সকলের মুখে ঘুরত। কিন্তু এখন বারাসতের পার্শ্ববর্তী মধ্যমগ্রামও কালীপুজোয় নিজেদের অভিনবত্ব নিয়ে লড়াইয়ের ময়দানে নেমেছে। এখানেও কালীপুজোর আড়ম্বর চোখে পড়ার মতো। বিগ বাজেটের বেশ কিছু কালীপুজো বর্তমানে দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। 

এদের মধ্যেই অন্যতম হল পূর্বাশা যুব পরিষদের পুজোটি। এবছর তাদের পুজো ৩৫ তম বর্ষে পদার্পণ করেছে। তাদের এবারের পুজোর থিম হল ‘আদিযোগী’। ১৪ ফুট উচ্চতার ভিন্ন আঙ্গিকের কালী প্রতিমা দেখা যাচ্ছে ৷ মন্ডপের ভেতরে চারদিকে একাধিক  শিবের মূর্তি ও শিবের আনুষঙ্গিক জিনিস- পত্র দিয়ে সাজানো হয়েছে। সেই সঙ্গে থাকছে অত্যাধুনিক আলোকসজ্জা।

মন্ডপ জুড়ে চলছে লেজার শো। মন্ডপের বাইরে রাখা হয়েছে বিশালাকার ফাইবার কাস্টিং শিবের মূর্তি। ক্লাবের সাধারণ সম্পাদক রাজীব সরকার জানান, ” আমরা প্রত্যেক বারই থিমের একটা আলাদা চমক রাখার চেষ্টা করি। এবারেও তাই ‘আদিযোগী’- থিম নির্বাচন করেছি ।

আসলে আমাদের ভারতবর্ষের বুকে এখন যে ভাবে সাম্প্রদায়িক হানাহানি এবং ধর্মীয় বিভেদ চলছে সেটা কাম্য নয়। কারন ভারতবর্ষ তো সনাতন ধর্মে বিশ্বাসী কিন্তু মানুষ এখন সেখান থেকে সরে এসেছে তাই এই সনাতন ধর্মকে বোঝানোর জন্যই ‘আদিযোগী’- র ভাবনা। ” লেজার শো-এর ভিডিও দেখুন অসীম পালের ক্যামেরায়

১৫ই নভেম্বর অবধি এই প্রতিমা দর্শনার্থীদের জন্য রাখা হবে। আশা করা যাচ্ছে এই বিশেষ ভাবনার পুজোটি দর্শকদের একটু ভিন্ন মাত্রার আনন্দ দেবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here