Ladakh: সেনাবাহিনীর গাড়ি গিয়ে পড়ল সায়ক নদীতে ,নিহত অন্তত ৭ জওয়ান

0
409

দেশের সময় ওয়েবডেস্কঃ দুর্ঘটনার কবলে পড়ল সেনা গাড়ি। লাদাখের সায়ক নদীতে পড়ে গেল সেনা বোঝাই গাড়ি। এখনও পর্যন্ত যা খবর এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সাতজন জওয়ান।

জানা গেছে, ২৬ জন জওয়ানকে একটি সেনা ট্রাক পারতাপুরের ট্রানজিট ক্যাম্প থেকে সাব-সেক্টর হানিফের দিকে যাচ্ছিল। সকাল ৯টার দিকে দুর্ঘটনাটি ঘটেছে। লাদাখের থোয়াইজ থেকে ২৫ কিলোমিটার দূরে এই ট্রাকটি রাস্তা থেকে ছিটকে সায়ক নদীতে পড়ে যায়।

খবর, গাড়িটি প্রায় ৫০-৬০ ফুট নিচে পড়ে যায়। দুর্ঘটনার পরেই ২৬ জন জওয়ানকে উদ্ধার করে পারতাপুরের ফিল্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, দুর্ঘটনায় সাতজনের মৃত্যু হয়েছে। লেহ থেকে অস্ত্রোপচারের জন্য বিশেষ দল পাঠানো হয়েছে। বাকিদের চিকিৎসা চলছে। তবে অনেকেরই অবস্থা এখনও আশঙ্কাজনক।

Previous articleAryan Khan : ঘুচল অপবাদ, মাদক মামলায় ক্লিনচিট পেলেন শাহরুখ পুত্র আরিয়ান
Next articleArt Exhibition:” শৈল্পিক ক্যানভাস ” শিল্প গোষ্ঠীর তুলির টানে মাধব স্মরণ বনগাঁয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here