শ্রাবণী হালদার, বনগাঁ: মনের জোর আর আত্মবিশ্বাসের ওপর ভর করে রঙের জাদুকর হয়ে উঠেছিলেন শিল্পী মাধবচন্দ্র নাথ৷ অদম্য জেদের ওপর বাজি রেখে নিজেকে প্রতিষ্ঠিত করার লড়াই চালিয়ে গিয়েছেন নিরন্তর।

২০২১ সালে ২৩ ডিসেম্বর ৬৪ বছর বয়সে সিরোসিস অফ লিভার নামক রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় শিল্পী মাধবচন্দ্র নাথের৷ তবে তাঁর মৃত্যু দিনকে মনে রাখতে চান না তাঁর প্রিয় ছাত্র-ছাত্রীরা৷ তাঁদের কথায় কোন শিল্পীর মৃত্যু হয় না৷ স্যারের তুলির আঁচড় আজও আমাদের মনের গভীরে টানে৷ সেখান থেকেই নতুন ছবির সৃষ্টি৷ আর সেই সব ছবি দিয়েই আমাদের আর্টিস্ট গ্রুপ শৈল্পিক ক্যানভাসের উদ্যোগে বনগাঁ পাবলিক লাইব্রেরী এন্ড টাউন হলে দু’দিনের চিএ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে৷

অভাবনীয় ভাবে সারা ফেলেছে শিল্পী মাধবচন্দ্র নাথ স্মরণে ” শৈল্পিক ক্যানভাস ” শিল্প গোষ্ঠীর পরিচালিত দুই দিন ব্যাপী ছবি প্রদর্শনী। শুক্রবার বিকালে প্রদীপ প্রজ্জোলনের মাধ্যমে অনুষ্ঠানটির সূচনা করেন শিল্পী মাধবচন্দ্র নাথের স্ত্রী অনুরাধা নাথ । দেখুন ভিডিও:

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বনগাঁ শহরের প্রধান নাগরিক তথা পৌরপ্রধান গোপাল শেঠ ,
শিল্পী রবীনমন্ডল , শিল্পী মনোজ বিশ্বাস , শিল্পী শঙ্কর মন্ডল , শিল্পী বুলবুল দত্ত চৌধুরী , বেঙ্গল ফাইন আর্টস কলেজের হিস্টোরি অফ আর্ট অধ্যাপিকা কণিকা ঢালী , ও মনীন্দ্র চন্দ্র পাল ও বনগাঁ পৌরসভার বিভিন্ন পার্ষদবৃন্দ।

সদস্যদের সমবেত সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানটি এগিয়ে নিয়ে যাওয়া হয় । সেটি শিল্পী মাধবচন্দ্র
নাথের প্রিয় সঙ্গীতের মধ্যে অন্যতম রবীন্দ্র সংগীত ” আগুনের পরশ মণি ছোঁয়াও প্রাণে ” । উপস্থিত সকলের পুষ্প দানের মাধ্যমে শিল্পীকে স্মরণ করা হয় । একে একে তার সহকর্মী বন্ধু ও অন্যান্য সদস্যরা তার সম্পর্কে বিভিন্ন বক্তব্য রাখেন । তার শিল্পীকলা , ছবির দৃষ্টিকরি , ও সংঘর্ষময় জীবন কাহিনী ।

বনগাঁ পৌরসভার পৌরপিতা গোপাল শেঠ বলেন বহু ছবি মাধববাবু এঁকেছেন যা নিয়ে শুরু হয়েছে প্রদর্শনী। ক্যানভাস আর রং তুলির ওপর ভরসা করে বনগাঁর যুবক-যুবতীরা আরও এগিয়ে যেতে পারে তার জন্য পুরসভার পক্ষ থেকেও সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়াহবে৷।

এদিন শৈল্পিক ক্যানভাস শিল্প গোষ্ঠীর সদস্য রাও তাঁদের প্রিয় শিক্ষকের সম্পর্কে কিছু কথা ভাগ করে নেন ।

দু’দিনের এই প্রদর্শনী দেখতে চাঁদের হাট বসেছিল । এমন উৎসহিত পরিবেশ সত্যি অনুপ্রাণিত করে সবাইকে জানালেন স্থানীয় বাসিন্দা চিত্র শিল্পী রূপ কথা সেনগুপ্ত৷ তিনি আরও বলেন আগামী দিনে এই মাধব ভাবনাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শৈল্পিক ক্যানভাস শিল্প গোষ্ঠীর সদস্যদেরকে দৃঢ সংকল্প বদ্ধ হতে হবে৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here