Kumartuli 2023: বর্ষাসুরের তাণ্ডবে প্রতিমা শিল্পীদের কপালে চিন্তার ভাঁজ!কুমোরটুলির চেনা ব্যস্ততা খানিক উধাও : দেখুন ভিডিও

0
461

অর্পিতা বনিক ও সৃজিতাশীল, দেশের সময় : পুজোর বাকি আর মাসখানেক। তার আগে মেঘের ‘মেজাজ’ দেখে মাথাব্যথা শুরু হয়েছে কুমোরটুলির। বর্ষাসুরের তাণ্ডবে কার্যত সূর্যের দেখা মিলছে না সে ভাবে, ফলে কয়েক দিন ধরে মেঘ-বৃষ্টির লুকোচুরিতে কুমোরটুলির চেনা ব্যস্ততা খানিক উধাও। পরিস্থিতি এমনই যে, আবহাওয়ার সঙ্গে লড়াই করে সময়ে প্রতিমা আদৌ মণ্ডপে পাঠানো যাবে কি না, সেই চিন্তাই এখন ঘুরপাক খাচ্ছে কুমোরটুলির অন্দরে। এ বিষয়ে কি বলছেন শিল্পীরা দেখুন ভিডিও

ওড়িশা উপকূল সংলগ্ন বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের জেরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে বৃষ্টির দাপটও বেড়েছে কয়েক গুণ। আগামী কয়েক দিন আবহাওয়ার বড়সড় কোনও পরিবর্তনের আভাস দিতে পারেনি হাওয়া অফিস। তাই মহালয়ার মাসখানেক আগে আবহাওয়ার এই মতিগতি শিল্পীদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। দিন-রাত এক করে কাজ এগোনোর বদলে বৃষ্টির হাত থেকে সদ্য মাটির প্রলেপ দেওয়া প্রতিমা বাঁচাতে প্লাস্টিকের আড়াল দেওয়ার লড়াই করতে হচ্ছে।


আবহাওয়ার পাশাপাশি এ বছর বিশ্বকর্মা এবং গণেশ পুজো পর পর থাকায় কুমোরটুলির সমস্যা আরও কয়েক গুণ বেড়েছে। এই অবস্থায় নিম্নচাপের বৃষ্টি যেন ‘খাঁড়ার ঘা’! শিল্পীদের কথায়, ‘‘এ যেন অসম লড়াই। শেষে ‘ফিনিশ’ দিতে পারলেই হল।’’

Previous articleJute:বৃষ্টির অভাবে কৃষকরা পাট জাগ দিচ্ছেন নাওভাঙা নদীতে , জল পচে যাওয়ায় বিপাকে মৎস জীবীরা ! কি বলছেন ছয়ঘরিয়ার প্রধান: দেখুন ভিডিও
Next articleDESHER SAMAY BENGALI NEWS PAPER TITLE SONG : রবিবার দেশের সময়-এর টাইটেল সং মুক্তি পাচ্ছে, রইল শুভঙ্কর ভাস্কর,মালা নাগ দাশগুপ্ত,স্বপ্নিলা চক্রবর্তী-র একান্ত সাক্ষাৎকার : দেখুন ভিডিও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here