দেশের সময় কলকাতা সকাল থেকে মেঘলা আকাশ। বেলা বাড়তে আরও এক পশলা মেঘ জমল কলকাতার আকাশে। তারপরেই দুপুরে আকাশ কালো করে মেঘ। এরপর শুরু বৃষ্টি।
শিলা বৃষ্টির ছবি তুলেছেন শ্রীময়ী সেন ভিডিও দেখুন
শোঁ শোঁ ঝোড়ো হাওয়া। মেঘের গর্জন জানান দিল কালবৈশাখী আসছে। সকালেই যেন সন্ধের আঁধার মহানগরে। আকাশ চিরে বিদ্যুতের রেখার আনাগোনা। পূর্বাভাস মিলে গেল আলিপুর আবহাওয়া দফতরের। বৃহস্পতিবার দুপুরেই বৃষ্টি নামল কলকাতা, হাওড়া, হুগলি-সহ দক্ষিণের কয়েকটি জেলায়।
হাওয়া অফিস জানিয়েছিল, তাপপ্রবাহের জ্বালা আর ভুগতে হবে না বঙ্গবাসীকে। আপাতত দিনকয়েক ঝড়বৃষ্টি চলবে। তাপমাত্রা থাকবে স্বাভাবিকের নীচে। এক ধাক্কায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ১৩ ডিগ্রি কমে গেছে কলকাতায়। গত ৬ দিন ধরে ক্রমাগত নেমেছে কনজরলকাতা-সহ গোটা বঙ্গের সমস্ত জেলার তাপমাত্রা। ৪৩ ডিগ্রি ছুঁয়ে ফেলা পারদ নেমে এল ৩০ ডিগ্রির ঘরে। দিনের তাপমাত্রা এখন ২৯-৩০ ডিগ্রির ঘরেই ঘোরাফেরা করছে। শুক্র-শনিবার অবধি ঝড়বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। তারপর আবার তাপমাত্রা বাড়তে পারে।
কলকাতার কোথাও কোথাও শিলাবৃষ্টি হয়েছে বলে জানা যাচ্ছে। সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইছে। তবে কলকাতার সব জায়গায় এক সঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হবে বলে জানা গেছে।
আজ দুপুরে দক্ষিণবঙ্গের তিন জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এই তিন জেলা হল বাঁকুড়া, হুগলি এবং উত্তর ২৪ পরগনা। ঘন ঘন বাজ পড়তে পারে বলেও সতর্ক করা হয়েছে।
শুক্রবার বৃষ্টির পরিমাণ বাড়বে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতে। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি, সঙ্গে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা আছে।
শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টি হতে পারে। রবিবার বিকেলের পরে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে।
কলকাতার কোথাও কোথাও শিলাবৃষ্টি হয়েছে বলে জানা যাচ্ছে। সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইছে। তবে কলকাতার সব জায়গায় এক সঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হবে বলে জানা গেছে।
আজ দুপুরে দক্ষিণবঙ্গের তিন জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এই তিন জেলা হল বাঁকুড়া, হুগলি এবং উত্তর ২৪ পরগনা। ঘন ঘন বাজ পড়তে পারে বলেও সতর্ক করা হয়েছে।
শুক্রবার বৃষ্টির পরিমাণ বাড়বে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতে। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি, সঙ্গে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা আছে।