দেশের সময়ওয়েবডেস্কঃ মঙ্গলবার দুপুর ১২টা। কলকাতার পুরভোটের ফলাফল মোটামুটি স্পষ্ট। বাড়ি থেকে বেরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বিমান বন্দরে যাওয়ার আগে বললেন, “এটা আঞ্চলিক রাজনৈতিক দলের জয়। কারণ তিনটে সর্বভারতীয় দল বিজেপি, কংগ্রেস, সিপিএম একসঙ্গে আমাদের বিরুদ্ধে লড়েছে। তাও মা-মাটি-মানুষ আমাদের উজাড় করে দিয়েছেন।

‘‌সিপিএম নো পাত্তা, বিজেপি ভোকাট্টা, আর কংগ্রেস স্যান্ডউইচ” ৷ পুরভোটে তৃণমূলের বিপুল জয়ের পর মন্তব্য মমতার ৷ ‘‌গণ উৎসবে গণতন্ত্রের জয়, মানুষের জন্য আরও বেশি করে কাজ করব’‌, বললেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

রবিবার ভোট দিতে গিয়ে মমতা সংবাদমাধ্যমকে বলেছিলেন, উৎসবের মেজাজে ভোট হয়েছে। আর ফল ঘোষণার দিনে বললেন, ‘‘এই জয় গণতন্ত্রের জয়। গণতন্ত্রের উৎসবের জয়। যে রায় কলকাতার মানুষ দিয়েছে তার পরে আমাদের আরও বেশি করে কাজ করতে হবে।’’ বিজেপি-কে আক্রমণও করেন মমতা। ছোট্ট কথায় বলেন, ‘‘জনতার রায়ে বিজেপি ভোকাট্টা’’।

জাতীয় রাজনীতিতে তৃণমূলের এই জয় কতটা তাৎপর্যপূর্ণ হতে চলেছে তা নিয়েও এদিন মুখ খোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “জাতীয় রাজনীতিতেও এটা আমাদের জয়। আমাদের মূল লক্ষ্য সার্বিক উন্নয়ন। বিজেপি, সিপিএম, কংগ্রেসের মতো দলকে মানুষ হারিয়ে দিয়েছে। আমরা মানুষের জন্যে আরও কাজ করে যাব।”

এদিন মমতা আরও বলেন, “বাংলা এবং কলকাতা আগামী দিনে সারা দেশকে পথ দেখাবে। আমি মা-মাটি-মানুষকে কৃতজ্ঞতা জানাই। আমাদের আরও মাথা নত করে কাজ করতে হবে।” এদিন তৃণমূলনেত্রী গুয়াহাটি যাচ্ছেন। কামাখ্যা মন্দিরে পুজো দিয়ে বুধবার তাঁর ফেরার কথা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here