Karnataka Chief Minister : কর্নাটকের পরবর্তী মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াই! ডেপুটি মুখ্যমন্ত্রীর পদে বসছেন শিবকুমার, জানিয়ে দিল কংগ্রেস

0
821

দেশের সময়, ওয়েবডেস্কঃ কর্নাটকের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন, সেই নিয়ে গত কয়েকদিন ধরেই টানাপড়েন চলছিল। অবশেষে সেই জট কাটল।

কর্নাটকের পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন সিদ্দারামাইয়া। উপমুখ্যমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন প্রদেশ কংগ্রেস সভাপতি ডিকে শিবকুমার। কর্নাটকে বিধানসভা ভোটে জয়ের ৫ দিন পরে, বৃহস্পতিবার এআইসিসির সাধারণ সম্পাদক (সংগঠন) কেসি বেনুগোপাল কংগ্রেস হাইকমান্ডের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তিনি বলেন, ‘‘উপমুখ্যমন্ত্রিত্বের পাশাপাশি প্রদেশ কংগ্রেস সভাপতির পদেও বহাল থাকবেন শিবকুমার।’’

বৃহঃস্পতিবার কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল কর্নাটকের মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করেছেন। তিনি আরও বলেন, ‘আমাদের একটি গণতান্ত্রিক দল, আমরা ঐকমত্যে বিশ্বাস করি, স্বৈরাচারে নয়।’

কর্নাটকে বিজেপিকে সরিয়ে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফের ক্ষমতায় ফিরেছে কংগ্রেস। কিন্তু এবার কংগ্রেস এই নির্বাচনের আগে কোনও মুখ্যমন্ত্রী পদ হিসেবে কাউকে বেছে নেয়নি। ফলাফলের পরই সেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছিল কংগ্রেসের হাইকমান্ড।

নির্বাচনে বিপুল জয়ের পর শুরু হয় কর্নাটকে মুখ্যমন্ত্রী বাছাইয়ের কাজ। একাধিকবার বৈঠকে বসে কংগ্রেস নেতৃত্ব। শোনা যায়, মুখ্যমন্ত্রী কে হবে সেই নিয়ে কংগ্রেসের মধ্যেই মতানৈক্য দেখা দেয়।

মুখ্যমন্ত্রীর পদ নিয়ে সিদ্দা ও শিবকুমারের মধ্যে দ্বন্দ্ব মেটাতে বুধবার দফায় দফায় বৈঠক করে কংগ্রেস নেতৃত্ব। আলাদা করে দুই নেতার সঙ্গে বৈঠক করেন রাহুল গান্ধী। সূত্রের খবর, সেই বৈঠকেই মেলে রফাসূত্র।

Previous articleSuicide :বিয়ের অনুষ্ঠানে ঝগড়া, বিষ খেলেন বর-কনে
Next articleMadhya Pradesh polls: মধ্যপ্রদেশে কংগ্রেস জিতলে বিনামূল্যে বিদ্যুৎ, আশ্বাস কমলনাথের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here