Kankurgachiমধ্যরাতে ভয়াবহ আগুন কাঁকুরগাছির লোহাপট্টির একাধিক কারখানায়: দেখুন ভিডিও

0
160

দেশের সময়, কলকাতা: মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ড কাঁকুরগাছির লোহাপট্টিতে। সূত্রের খবর, একটি প্লাস্টিকের কারখানায় প্রথমে আগুন লাগে। সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে সংলগ্ন আরও চারটি কারখানাতে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ২০টি ইঞ্জিন। হতাহতের কোনও খবর এখনও জানা যায়নি।

স্থানীয় সূত্রের খবর, যে প্লাস্টিকের কারখানায় প্রথম আগুন লাগে সেখানে তখনও কর্মীরা কাজ করছিলেন। রাত দেড়টা নাগাদ কারখানায় আগুন দেখে স্থানীয়রা বাসিন্দারা দমকলে খবর দেন। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৫টি ইঞ্জিন। কারখানার ভিতরে আটকে থাকা কর্মীদের উদ্ধার করেন দমকলের কর্মীরা। দেখুনভিডিও

এলাকাটি ঘিঞ্জি হওয়ায় মধ্যরাতের আগুনকে কেন্দ্র করে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে বাসিন্দাদের মধ্যে। ততক্ষণে আশেপাশের আরও ৪টি কারখানায় ছড়িয়ে পড়ে আগুন। ঘটনাস্থলে আরও দুদফায় দমকলের ১৫টি ইঞ্জিন নিয়ে আসা হয়।

দমকল সূত্রের খবর, এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে। তবে কোথাও কোনও ফায়ার পকেট রয়ে গেছে কিনা, তা খতিয়ে দেখছেন দমকলের কর্মীরা। কারখানায় কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। সংশ্লিষ্ট কারখানাগুলিতে অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল কিনা খতিয়ে দেখছেন দমকলের কর্মীরা। 

চলতি মাসে এই নিয়ে দ্বিতীয় বার শহরের কোনও কারখানায় আগুন লাগার ঘটনা ঘটল। এর আগে উল্টোডাঙায় প্লাইউডের গুদামে আগুন লেগেছিল। একটি গুদাম থেকে পাশের আরেকটি প্লাইউডের গুদামেও আগুন ছড়িয়ে পড়েছিল। দমকলকে খবর দেওয়া হয়। ৮টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। এরও আগে জুলাই মাসে গিরিশ পার্ক থানার কাছে, ছাতুবাবু-লাটুবাবুর বাজার এলাকায় একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

Previous articleRG Kar News: ছবি এঁকে আরজিকর কান্ডের প্রতিবাদ জানালেন বেঙ্গল ফাইনআর্টস কলেজের ছাত্র – ছাত্রীরা: দেখুন ভিডিও
Next articleDurgaUtsav2024:৭৫ বছরে পা রেখে আদি বালিগঞ্জ সার্বজনীন দুর্গোৎসব সমিতির খুঁটি পুজো অনুষ্ঠিত হল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here