Kalatan Dasgupta বাম যুবনেতা কলতান দাশগুপ্তকে মুক্তি দিল কলকাতা হাই কোর্ট : দেখুন ভিডিও

0
165

দেশের সময় , কলকাতা : বাম যুবনেতা কলতান দাশগুপ্তকে মুক্তি দিল কলকাতা হাই কোর্ট। ৫০০ টাকার বন্ডে তাঁর জামিন মঞ্জুর করা হয়েছে। আদালত জানিয়েছে, আদালতের অনুমতি ছাড়া এই সংক্রান্ত মামলায় কলতানকে গ্রেফতার করা যাবে না। আদালতের অনুমতি ছাড়া তাঁর বিরুদ্ধে তদন্তও করতে পারবে না পুলিশ। এই মামলায় চার সপ্তাহের মধ্যে হলফনামা দিতে হবে রাজ্য সরকারকে। পাল্টা চার সপ্তাহের মধ্যে হলফনামা দিতে পারবেন কলতানও। আগামী ১৮ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি। দেখুন ভিডিও

বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের একক বেঞ্চে কলতানের মামলার শুনানি ছিল। আদালতের পর্যবেক্ষণ, গ্রেফতারির পর কলতানের বয়ান রেকর্ড করেছে পুলিশ। তাঁর মোবাইল ফোনও বাজেয়াপ্ত করা হয়েছে। আপাতত এই মামলায় আদালতের অনুমতি ছাড়া কলতানের বিরুদ্ধে পুলিশের তদন্ত করারও প্রয়োজনীয়তা নেই।

Previous articleJalpaiguri Newsশারদীয়ার সঙ্গে তিলোত্তমার বিচার, নিরাপত্তায় বাড়তি নজর জলপাইগুড়ি জেলা পুলিশের : দেখুন ভিডিও
Next articleSubhendu Adhikary মমতাকে জোড়া চ্যালেঞ্জ! ডিভিসির সঙ্গে সম্পর্ক ছেদ ও বর্ডার খোলার দাবি শুভেন্দুর : দেখুন ভিডিও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here