অর্পিতা বনিক, বনগাঁ : এবছর উত্তর ২৪ পরগনা জেলায় বৃষ্টির পরিমাণ অনেকটাই কম। যার কারণে জলের অভাবে পাট জাগ দিতে সমস্যায় পড়তে হয় পাটচাষীদের। উপায় না থাকায় নদীতেই পাট জাগ দিচ্ছেন চাষীরা। আবার অনাবৃষ্টির কারণে নদী, খাল ও পুকুরেও জল কম, সেই কারণে পাট জাগ দেওয়ায় মারা যাচ্ছে নদী সহ বহু পুকুরে মাছ। এমনই সমস্যা দেখা দিয়েছে বনগাঁর ছয়ঘরিয়া পঞ্চায়েত এলাকায় ৷ এ বিষয়ে পঞ্চায়েত প্রধান কি বলছেন দেখুন ভিডিও
এক দিকে অনাবৃষ্টির জন্য নদীতেই পাট জাগ দিতে বাধ্য হচ্ছেন চাষিরা , আবার তারই জেরে নদী – খালে মরছে মাছ সমস্যায় মৎস্য চাষীরা , অন্যদিকে এই সমস্ত নদীর পাট পচা জলের মাছ বাজারে মিলছে যা সাধারণ মানুষের স্বাস্থেরও ক্ষতির সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন চিকিৎসকেরা৷ এখন কি তবে বরুণদেবই ভরসা ৷ পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি হলেই এই সমস্যার সমাধান হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা ৷