Jessore road: আজ থেকে বন্ধ বনগাঁ যশোর রোডে ১ নং রেলগেট ! যাতায়াত বিকল্প পথে , কেন?

0
273

দেশের সময়, বনগাঁ:  উত্তর ২৪ পরগনার অত্যন্ত ব্যস্ততম জায়গা বনগাঁর ১ নম্বর রেলগেট এলাকা। এই ১ নম্বর রেলগেট হয়ে সংযুক্ত হয়েছে যশোর রোড।  এই রেল গেটই বন্ধ থাকতে চলেছে নির্দিষ্ট সময়ের জন্য। রবিবার ১১ তারিখ থেকে আগামী ১৪ তারিখ পর্যন্ত রাত ১১ টা থেকে সকাল ৬ পর্যন্ত রেলগেটে লেভেল ক্রসিংয়ের গুরুত্বপূর্ণ কাজের জন্য বন্ধ রাখা হবে রেলগেট।

এক বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, আজ ১১ তারিখ থেকে ১৪ তারিখ পর্যন্ত রাত ১১ টা থেকে ভোর ৬ পর্যন্ত বনগাঁর ১ নং রেলগেটে লেভেল ক্রসিংয়ের গুরুত্বপূর্ণ মেরামতির কাজের জন্য বন্ধ থাকবে রেলগেট। ফলে রাতে গাড়ি যাতায়াতের ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে বেল আশঙ্কা করা হচ্ছে।

বনগাঁ ১ নম্বর রেলগেট হয়ে চলে গিয়েছে যশোর রোড। এই যশোর রোডের উপর দিয়েই গিয়েছে বনগাঁ রানাঘাট রেল লাইন। ভারী যানবাহন ও ট্রাকের চাপে কার্যত রেললাইন বিপজ্জনক অবস্থায় আছে দীর্ঘ দিন।

পূর্ব রেলওয়ের পক্ষ থেকে এবার বিজ্ঞপ্তি দিয়ে রেললাইন মেরামতি দিন ও সময় জানিয়ে দেওয়া হল। এই সময় বন্ধ থাকবে রেলগেট। ফলত যানবাহন চলাচলও বন্ধ থাকবে।

রেলের এই বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে যে ১১ তারিখ থেকে ১৪ তারিখ রাত ১১ টা থেকে ভোর ৬ পর্যন্ত রেলগেটে লেভেল ক্রসিংয়ের গুরুত্বপূর্ণ কাজের জন্য বন্ধ থাকবে রেলগেট। আর এই বিজ্ঞপ্তি প্রকাশ হতেই চিন্তায় ব্যবসায়ীমহল থেকে সাধারণ মানুষ। রাতে গাড়িতে করে পণ্য নিয়ে যাওয়া ও আসার থেকে শুরু করে বিভিন্ন কাজের ক্ষেত্রে অসুবিধায় পড়তে হতে পারে বলে আশঙ্কা করছেন তাঁরা। যদিও বিকল্প রাস্তা হিসাবে ২ নম্বর গেট হয়ে যশোর যাওয়া যাবে। তবে বড় গাড়ির ক্ষেত্রে তা কার্যত অসম্ভব বলেই মনে করছেন স্থানীয়রা।

এই বিষয়ে স্থানীয় এক বাসিন্দা কার্তিক চক্রবর্তী বলেন, ‘অনেক অসুবিধায় পড়তে হবে। সাধারণ মানুষ, যানবাহন, বাস, টোটো, প্রতিটা মানুষেরই অসুবিধা হবে। যাতে অসুবিধা না হয় মানুষে সেই ব্যবস্থা করতে হবে।’ পাশাপাশি তিনি আরও বলেন, ‘রেলগেট ঠিক করা তো অবশ্যই দরকার। সবাইকে মানিয়ে নিয়ে চলতে হবে, নয়তো ঠিক হবে না। যাতে তাড়াতাড়ি কাজটা হয়, সেটা দেখতে হবে । সমস্যা হবে, তবে সবাইকে মানিয়ে নিতে হবে। পেট্রাপোল সীমান্তে স্থল বন্দরে পণ্য বোঝাই ট্রাক রাতেই প্রবেশ করে এই শহরে এবং এই রাস্তা দিয়ে সেক্ষেত্রে একটু বিশেষ নজর দেওয়া প্রয়োজন ।এখানে একটা ওভার ব্রিজ করলে সবচেয়ে ভাল হত। কবে ওভারব্রিজ হবে সেটা সরকার জানে।’

Previous articleTollywood: এখন কেমন আছেন ‘মহাগুরু’?
Next articleWeather Update সরস্বতী পুজোয় বৃষ্টি ? ভিজতে পারে কলকাতাও, শীতের ‘ইউ-টার্নের’ মাঝে কী পূর্বাভাস? দেখুন ভিডিও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here