দেশের সময় ওয়েবডেস্কঃ জল্পেশের মন্দিরে শিবের মাথায় জল ঢালতে যাওয়ার পথে গাড়িতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল ১০ জন পুণ্যার্থীর।
রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে কোচবিহারের চ্যাংড়াবান্ধায়। জানা গেছে, কোচবিহারের শীতলকুচি থেকে প্রায় ২৭ জন পুণ্যার্থীর দল একটি পিকআপ ভ্যানে করে জল্পেশের দিকে যাচ্ছিলেন। গাড়ির ভেতরেই কোনওভাবে শর্ট সার্কিট হয়। তাতেই মৃত্যু হয় ১০ জনের। বাকি ১৭ জন গুরুতর আহত। তাঁদের সেখান থেকে স্থানান্তরিত করা হয়েছে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ৷
সূত্রের খবর, শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে শিবের মাথায় জল ঢালতে কোচবিহারের শীতলকুচি থেকে জল্পেশের উদ্দেশে যাচ্ছিলেন ২৫ জন পূর্ণ্যার্থীর একটি দল। গাড়ির ভিতর চলছিল ডিজে। জেনারেটর দিয়ে তা চালানো হচ্ছিল। রাত তখন ১২টা। কোনও ভাবে ওই জেনারেটরে শর্ট সার্কিট হয়। আর তার জেরেই দুর্ঘটনা ঘটে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর জখম হন ১৬ জন। তাঁদের তড়িঘড়ি উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা ১০ জনকে মৃত বলে ঘোষণা করেন। বাকিদের জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
মাথাভাঙার অতিরিক্ত পুলিশ সুপার জানাচ্ছেন, গাড়িতে থাকা ওই জেনারেটর দিয়েই ডিজে বাজানো হচ্ছিল। সেই জেনারেটরটি কোনও ভাবে শর্ট সার্কিট হয়ে যায়। কয়েকজন পূণ্যার্থীর বক্তব্য, জামালদহ চ্যাংড়াবান্ধা রাজ্য সড়কের ধরলা সেতু পার হওয়ার পরই জেনারেটর থেকে সেই গাড়িতে শর্ট সার্কিট হয়। কয়েকজন বাইকে চেপেও যাচ্ছিল। তাঁরা দেখেন গাড়ির ভেতরে আচমকা আলো নিভে গেছে। অচৈতন্য হয়ে পড়ছেন ভেতরে থাকা যুবকেরা। সঙ্গে সঙ্গে গাড়ি ঘুরিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ১০ জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। গাড়িটিকে আটক করা হয়েছে। চালকের খোঁজ মেলেনি। দুর্ঘটনাগ্রস্ত সকলেই শীতলকুচির বাসিন্দা। সকলের পরিবারকেই খবর দেওয়া হয়েছে।