কলকাতা : আইটিসি সঙ্গীত রিসার্চ একাডেমি 1977 সাল থেকে সেরা ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের পৃষ্ঠপোষক। টালিগঞ্জের ইনস্টিটিউটটি তার ফ্ল্যাগশিপ ইভেন্ট, আইটিসি সঙ্গীত সম্মেলন 2024 নিয়ে ফিরে এলো, যেখানে দেশের সেরা কিছু শাস্ত্রীয় সঙ্গীতশিল্পীদের বৈশিষ্ট্য রয়েছে। শুক্রবার বিকাল 5.30 টায় শুরু হওয়া, উৎসবটি তিন দিন ধরে চলবে, যা 1 ডিসেম্বরে শেষ হবে।
এই বছরের লাইন আপটি বিশেষভাবে উল্লেখযোগ্য, এবং সঙ্গীতপ্রেমীরা উলহাসের মতো উস্তাদ সহ 34 জন শিল্পীকে একাডেমির লনে মঞ্চে দেখাব সুযোগ রয়েছে।
এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সঙ্গীত জগতের বেশ কয়েকজন তাবড় ব্যক্তিত্ব। অনুষ্ঠান শুরু হয় শ্রেয়া চ্যাটার্জির উচ্চাঙ্গ সঙ্গীত দিয়ে। শিল্পী অত্যন্ত দক্ষতার সঙ্গে প্রথমে একটি রাগ পরিবেশন করেন। তারপর একটা ছোট পরিসরের ঠুমরি গান দিয়ে উপস্থিত শ্রোতাদের মন জয় করেন। এরপর ভায়োলিন বাজান কলা রামনাথ। এদিন আরও একটি পরিবেশনা ছিল। তবে ৩০ নভেম্বরের শিল্পী তালিকা অনেক দীর্ঘ। শুক্রবার প্রায় মধ্য রাত পর্যন্ত এই সঙ্গীতানুষ্ঠান চলে। প্রথিতযশা শিল্পী পন্ডিত অজয় চক্রবর্তী স্বয়ং এই অনুষ্ঠানে উচ্চাঙ্গ সঙ্গীত পরিবেশন করবেন।
প্রতি বছর এ সময়েই আইটিসির উদ্যোগে এই সম্মেলন আয়োজিত হয়। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের প্রসারে আইটিসি নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই সংস্থার প্রথম স্কলার পন্ডিত অজয় চক্রবর্তী। তিনি বর্তমানে এই প্রতিষ্ঠানের সবচেয়ে প্রবীন গুরু। এটা অনেকটা গুরুকুলের মতো বেড়ে উঠছে। এখান থেকেই বহু সঙ্গীত শিল্পীর জন্ম। সারা পৃথিবী জুড়ে সন্মানের সঙ্গে তারা ভারতবর্ষের শাস্ত্রীয় সঙ্গীতের ধ্বজা উড়িয়ে চলেছে। প্রায় ৪৭ বছর ধরে এই সম্মেলন হয়ে আসছে। দেখুন ভিডিও
পন্ডিত অজয় চক্রবর্তী শুরুর সময় থেকেই এই অনুষ্ঠানের সঙ্গে ওতোপ্রত ভাবে জড়িত। তিনি জানান, ‘ একটা মিউজিক ইন্সটিটিউশন যখন কোন সম্মেলন করে তখন সেই অনুষ্ঠানের কোয়ালিটি আলাদা মাত্রা পায়। কারণ এখানকার সবকিছুই অন্য অর্গানাইজারদের থেকে একেবারেই আলাদা হয়। এই প্রতিষ্ঠানটি আমার কাছে একটা মন্দির। এখানে ভারতবর্ষের কোন বিখ্যাত শিল্পীই বাদ নেই যাঁরা আসেন নি।’
প্রতি বছর এই সঙ্গীতানুষ্ঠানে কাশালকর, অজয় চক্রবর্তী, রাকেশ চৌরাসিয়া এবং শুভ মুদগল এর মত বিশিষ্ট সঙ্গীত শিল্পীদের উপস্থিতি এক অন্য মাত্রা যোগ করে ।