Internet: মাধ্যমিকের পরীক্ষার সময় ইন্টারনেট বন্ধের নির্দেশে স্থগিতাদেশ দিল হাইকোর্ট

0
495

দেশের সময় ওয়েবডেস্কঃ মাধ্যমিক পরীক্ষার সময় রাজ্যের কিছু কিছু জায়গায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল পশ্চিমবঙ্গ সরকার।

কিন্তু সেই সিদ্ধান্তে স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। রাজ্য সরকারের ইন্টারনেট বন্ধের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল ভারতের ইন্টারনেট ফ্রিডম ফাউন্ডেশন (আইএফএফ)। গত বুধবার মুখ্য বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ রাজ্যের কাছে হলফনামা চায়। 

ইন্টারনেট বন্ধের সিদ্ধান্তের নিতে কী কী নথির ওপর ভিত্তি করা হয়েছে তাই দিতে বলা হয় হলফনামায়। বৃহস্পতিবার  অ্যাডভোকেট জেনারেল এসএন মুখার্জি আদালতকে জানান, রিভিউ কমিটি জানিয়েছে, সরকারের এই নির্দেশ আইন মেনেই হয়েছে। কিন্তু ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, এই নির্দেশ ফৌজদারি আইনের ১৪৪ ধারায় জারি করা হয়েছে যা যুক্তিগ্রাহ্য নয়। 

এবং এমন নির্দেশ জারি করতে পারেন সংশ্লিষ্ট জেলাশাসক, রাজ্য সরকারের অতিরিক্ত মুখ্যসচিব তা পারেন না।  আদালত এও বলে, রাজ্যের নির্দেশে লেখা নেই যে মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠুভাবে করতে ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হবে, তাই নির্দেশনামার কোনও যুক্তিগ্রাহ্যতা নেই। 

তবে স্থগিতাদেশ দিলেও আদালত জানিয়ে দিয়েছে, সুষ্ঠুভাবে এবং কোনওরকম প্রতারণা ছাড়া মাধ্যমিক পরীক্ষা নিতে রাজ্য সরকারের ব্যবস্থা নেওয়াতে বাগড়া দেওয়া হবে না কোনওভাবেই।  

Previous article১০৬ পুরসভার পুরপ্রধানদের নাম শীঘ্রই ঘোষিত হবে, ইঙ্গিত মমতার
Next articleBehala Street Art Festival: আলো আঁধারের খেলা :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here