পিয়ালী মুখার্জী , বেহালা: কলকাতার দেওয়াল বরাবরই খুব স্পষ্ট করে কথা বলে। রাজনীতির কথা, সমাজের কথা, শিল্পের কথা। 

বেহালা নতুন সংঘ ক্লাবের উদ্যোগে শিল্পী সনাতন দিন্দার নেতৃত্বে গত ২৫ শে ফেব্রুয়ারি শুক্রবার অনুঠিত হয় বেহালা পথশিল্প উৎসব ৷ দেখুন ভিডিও:

এ বারের বিষয়বস্তু ছিল ‘আলো ও অন্ধকার’। সব মিলিয়ে ২৮ জন শিল্পী অংশ নিয়েছিলেন এই উৎসবে। যা সমাজের উপেক্ষিত শ্রেণির কথা থেকে সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষ, পাঁচিল, রাস্তা, চায়ের দোকান কিংবা বহুতলের দেওয়াল জুড়ে তৈরি করা বহুবিধ শিল্প কর্ম এক সুতোয় বেঁধেছে একাধিক স্তরকে।

২৭ শে ফেব্রুয়ারি ২০২২ রবিবার বিকেল ৪ টে থেকে রাত ১০ টা পর্যন্ত বেহালা ১৪ নং বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় এবারের পথশিল্প উৎসব টি চলে । যা ফের এক বার মনে করিয়ে দিচ্ছে কলকাতার সেই রূপ।

এই শিল্প উৎসবের কনভেনর হিসেবে ছিলেন শিল্পী সনাতন দিন্দা। একে ভারতের প্রথম ‘কিউরেটেড আর্ট ফেস্টিভ্যাল’ বলে দাবি করে দিন্দা জানান, ‘‘আমরা আসলে একটি শিল্পের মেলা করতে চেয়েছি। যাঁরা এতে যোগ দিয়েছেন, তাঁরা সবাই যে প্রথাগত ভাবে ছবি আঁকেন এমন নয়। তবে প্রদর্শনী শুরু হওয়ার মাস চারেক আগে থেকে তাঁদের রীতিমতো পড়াশোনা করতে হয়েছে বিষয়বস্তু নিয়ে। এ বারের বিষয়বস্তু ছিল আলো আঁধারি।’’

শিল্পী জানান, আলো অন্ধকারের দ্বন্দ্ব চিরন্তন। আদি কাল থেকেই তার সূচনা। বর্তমান সময়ে দাঁড়িয়ে শিল্পের মাধ্যমে আলো অন্ধকারের এই দ্বন্দ্বকে আরও বেশি রাজনৈতিক করে তোলার প্রয়াসই এই প্রদর্শনীর বিষয়বস্তুগত উদ্দেশ্য। সনাতন দিন্দার কথায়,‘‘কেবল আলো অন্ধকার দেখানোই আমাদের কাজ নয়, জীবনানন্দ যেমন আলো অন্ধকারের মধ্য দিয়ে একটি বোধে উন্নীত হতে চেয়েছেন, তেমন ভাবেই একটি বোধে পৌঁছনোর চেষ্টা করেছি আমরা। এই বোধ রাজনৈতিক হতে পারে, সামাজিক হতে পারে, ঐতিহাসিক হতে পারে।’’ পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে শিল্পীদের সম্পর্ককে আরও সহজ করাও এই শিল্প প্রদর্শনীর অন্যতম উদ্দেশ্য বলে জানান তিনি।

প্রদর্শনীশালাতে প্রদর্শিত ছবি বা ভাস্কর্যের মধ্যে সাধারণ পথচলতি মানুষের সঙ্গে দূরত্ব বজায় রাখার যে প্রয়াস দেখা যায়, সেই ধারণাকে ভেঙে ফেলে শিল্প ও শিল্পীকে খোলা আকাশের তলায় আনার মধ্যে রয়েছে এক মুক্তির প্রত্যাশা। যা শিল্পী সনাতনবাবুর ভাষায়,‘‘গ্যালারি থেকে বেরিয়ে এসে শিল্পকে মুক্ত করার প্রয়াস।’’ এ ছাড়া এই শিল্প কর্মের কোনওটিই বিক্রয়যোগ্য নয়, কাজেই এই প্রদর্শনী ভোগবাদকেও একটি জবাব ছুঁড়ে দেয়।

প্রদর্শনীর মধ্যে রয়েছে দেওয়াল জুড়ে আঁকা গ্রাফিতি। পথ চলতি যে কোনও মানুষ নিখরচায় ছুঁয়ে দেখতে পারেন এই শিল্প। অনুভূতির প্রত্যক্ষ সেতুই স্বতন্ত্র করে এই প্রয়াসকে। রয়েছে সনাতন দিন্দার তৈরি করা বেশ বড় একটি ইনস্টলেশন। যেখানে প্রবেশ করলে কার্যত দম বন্ধ হয়ে আসে। নগর সভ্যতার কংক্রিটের জঙ্গল বা সিসিটিভির দৃষ্টি প্রতিনিয়ত কী ভাবে মানুষের বোধকে গ্রাস করছে, সেটিই তুলে ধরা হয়েছে এই কাজে। এ ছাড়া সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে বেশ কিছু শিল্পের নিদর্শন।

ঈশিতা অধিকারীর কথায়,‘‘আলো তো শুধু বস্তুগত নয়, আলো মানে উজ্জ্বল মানুষও বটে। পাশাপাশি লাইটস, ক্যামেরা, অ্যাকশনের প্রথম কথাতেই রয়েছে আলো। তাই সত্যজিৎ রায় তাঁর মেধা দিয়ে যে ভাবে চারুলতা কিংবা মহানগরে সমাজের বিভিন্ন অংশের মানুষের কথা বলেছেন, সেই ছবিগুলিকেই আমরা তুলে ধরেছি।’’

শিল্পীদের অনবদ্য শিল্পকর্মে সেজে উঠেছিল গোটা এলাকা। দেওয়াল জুড়ে নানা গ্রাফিতি, বিখ্যাত সব ছবিতে সাজানো ছিল। শিল্পীদের অপূর্ব শৈল্পিক ভাবনা প্রতিফলিত হয়েছিল তাঁদের কাজের মধ্যে দিয়ে। সাম্প্রতিক ঘটনা থেকে থেকে শুরু করে সনাতনী কাজ কি ভাবে আধুনিক ও মনোগ্রাহী ভাবে পরিবেশন করা যায় তার মূর্ত প্রতীক ছিল এই আর্ট ফেস্ট।

প্রখ্যাত শিল্পী সনাতন দিন্দার “কার্বন হাউস” এর কাজ মানুষ কে ভাবায়। শিল্পী ঈশিতা অধিকারীর কোভিড ১৯ নিয়ে কাজ “ওয়েভ” মানুষের মন ছুঁয়ে গিয়েছে। এ.ছাড়াও এই প্রদর্শনী তে ছিল নামি অনামি শিল্পীদের নৈপুণ্যে ভরা শিল্পকলা। শিল্পী ঈশিতা অধিকারী, পুস্পেন রায়, পারিজাত দিন্দা প্রমুখ শিল্পীদের কাজ ছিল উল্লেখযোগ্য।

প্রতিটি শিল্পকর্ম অনন্য ও শ্রেষ্ঠত্বের দাবি রেখেছে। তাঁদের নিজস্ব ভাবনা চিন্তার সাথে আধুনিকতার ও প্রযুক্তির মেলবন্ধন ঘটেছিল বেহালা নতুন সংঘ ক্লাবের এই প্রদর্শনী তে। ফেস্ট ঘিরে বসেছিল বিভিন্ন স্টলও। অন্যান্য বছরের থেকে এবারের এই আর্ট ফেস্ট আকারে বড় হয়েছে। শিল্পী ও শিল্পকর্মের সৃষ্টির মেলবন্ধন ঘটেছে। কলকাতা ও শহরতলি থেকে মানুষ ভিড় জমিয়ে ছিলেন বেহালা স্ট্রিট আর্ট ফেস্টিভ্যাল -এ৷

ছবিগুলি তুলেছেন পিয়ালী মুখার্জী৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here