দেশেরসময় ওয়েবডেস্কঃ অরুণাচলের সীমান্তে তাওয়াং এলাকায় ভারত-চিন সেনার মুখোমুখি সংঘাতের ঘটনা নিয়ে উত্তাল সারা দেশ। ২০২০ সালে লাদাখের গালওয়ানের যুদ্ধের স্মৃতি ফের উস্কেছে ৯ ডিসেম্বরের ঘটনায়। তবে এই নিয়ে এখনও সরাসরি কিছু জানায়নি সেনাবাহিনী। চিনের তরফেও মুখ খোলা হয়নি এখনও। তারই মধ্যে ভাইরাল হল সংঘর্ষের ভিডিও
चाइनीज मोमोज का मजा लेते भारत के वीर योद्धा । जय हिंद 🇮🇳pic.twitter.com/MIOBwvhOof
— BSF_Fan_Club (@Fan_BSF11) December 14, 2022
ভিডিওয় দেখা গেছে, লালফৌজের জওয়ানদের তাড়া করে গিয়ে বেধড়ক মারছে ভারতীয় সেনা। রীতিমতো লাঠিসোঁটা নিয়ে এই মারধর চলছে। দেখা যাচ্ছে, দু’দেশের কয়েকশো জওয়ান হাতাহাতিতে জড়িয়ে পড়েছে। শোনা যাচ্ছে, এক সেনা পাঞ্জাবি ভাষায় চেঁচাচ্ছেন, ‘মারো মারো! এমন মারো যাতে ফিরে না আসে! তাড়াও ওদের।’
৯ তারিখ সকালে তাওয়াংয়ের সংঘর্ষের ভিডিও বলে দাবি করে ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে সেটি। কিন্তু আজ,বুধবার জানা গেল, ভিডিওটি আদৌ ৯ তারিখের নয়। সম্ভবত গত বছরের একটি পুরনো ভিডিও নতুন করে সামনে এসেছে এই পরিস্থিতিতে। তারই সত্যতা যাচাই না করে হুড়মুড়িয়ে ছড়িয়ে পড়ছে সোশ্যাল মিডিয়ায়। এর পরেই মুখ খুলেছে সেনা। জানিয়েছে, এই ভিডিওর সঙ্গে ৯ ডিসেম্বরের কোনও সম্পর্ক নেই। এটি লাদাখের গালওয়ানের ভিডিও বলেই জানানো হয়েছে।