দেশের সময় , পেট্রাপোল : এবার এপার বাংলার সঙ্গে ওপার বাংলার যাত্রী পরিষেবা নিরবচ্ছিন্নভাবে চালু থাকবে। সম্প্রতি এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। ভারত–বাংলাদেশ ২৪ ঘণ্টা যাত্রী পরিষেবা চালু করার উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। যার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ল্যান্ড পোর্ট অথরিটি সংশ্লিষ্ট দপ্তরগুলিকে প্রয়োজনীয় নির্দেশও পাঠিয়ে দিয়েছে।

যাত্রী পরিষেবার পাশাপাশি ২৪ ঘণ্টার পণ্য পরিবহনও চালু হচ্ছে। পেট্রাপোল–বেনাপোল সীমান্ত দিয়ে নতুন এই ব্যবস্থা এখন শুধুমাত্র কার্যকরী হবার অপেক্ষায়। এই সিদ্ধান্তে স্বভাবতই দুই দেশের সীমান্তে খুশির হাওয়া। সূত্রের খবর, আপাতত পরীক্ষামূলকভাবে ৩ মাসের জন্য নতুন এই ব্যবস্থা চালু করা হবে। সফল হলে পরবর্তীতে তা স্থায়ীভাবে চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হবে।

ভারত–বাংলাদেশের মধ্যে পণ্য রপ্তানির পরিমাণ বাড়ানোর উদ্দেশে বর্হিবাণিজ্যের সঙ্গে যুক্ত ব্যবসায়ীদের দাবি মেনে বছর তিনেক আগেই এই সীমান্ত দিয়ে ২৪ ঘণ্টার জন্য পণ্য পরিবহন পরিষেবা চালু করা হয়। ইন্টিগ্রেটেড এই চেকপোস্ট দিয়ে তখন কয়েক মাস ২৪ ঘণ্টার পরিষেবা চালু থাকলেও করোনা পরিস্থিতির কারণে লকডাউন পরিস্থিতিতে যাত্রী পরিবহনের পাশাপাশি পন্য পরিবহনও বেশ কিছুদিনের জন্য বন্ধ করে দেওয়া হয়।

ফের সেই পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।  এখন সকাল ৬টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত পণ্য পরিবহন চালু রয়েছে। কিন্তু পণ্য পরিবহনের মাত্রা বাড়ায় এই সময়ের মধ্যে খুব বেশি পরিমাণ ট্রাক বাংলাদেশে প্রবেশ করতে পারছে না। পাশাপাশি, সকাল ৬ টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত যাত্রী পরিবহন পরিষেবা চালু রয়েছে।

এই সময়ের বাইরে কোনও যাত্রী সীমান্তে এসে পৌঁছালে সীমান্ত পার হবার যতই প্রয়োজন থাকুক না কেন, নির্দিষ্ট সময়ের পর অভিবাসন দপ্তরের সার্ভার বন্ধ হয়ে যাওয়ায় তাঁদেরকে আটকে পড়তে হয়। এই পরিস্থিতিতে নতুন করে ২৪ ঘণ্টার পণ্য পরিবহনের চালু করার পাশাপাশি যাত্রী পরিষেবাও ২৪ ঘণ্টার জন্য চালু করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here