ধ্রুব হালদার , কলকাতা: আজ ১৫ অগস্ট, স্বাধীনতা দিবস। ২০০ বছরের ব্রিটিশ শাসন থেকে ১৯৪৭ সালের ১৫ অগস্টই স্বাধীনতা অর্জন করেছিল দেশ। স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে গোটা দেশেই পালিত হচ্ছে আজাদির অমৃত মহোৎসব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুরোধে ১৩ অগস্ট থেকে শুরু হয়েছে হর ঘর তিরঙ্গা কর্মসূচিও।
আজ রাজ্য তথা দেশজুড়েই প্রভাতফেরী, স্বাধীনতা দিবসের অনুষ্ঠান পালন করা হচ্ছে। বাড়িতে বাড়িতে জতীয় পতাকা উত্তোলনের সঙ্গে ফেসবুক, ট্যুইটার-সহ সোশ্যাল মিডিয়ায় ঢেকেছে তিরঙ্গায়। আজ দিল্লির লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশবাসীর উদ্দেশে ভাষণও দেন তিনি।
এদিকে কলকাতায় এদিন তুমুল বৃষ্টির মধ্যেই স্বাধীনতা দিবসে রেড রোডের অনুষ্ঠান। বৃষ্টি মাথায় নিয়েই চলল সাংস্কৃতিক অনুষ্ঠান। করোনা অতিমারি কাটিয়ে দুই বছর পর চেনা ছবি রেড রোডে।
স্বাধীনতা দিবসে ফের জমজমাট রেড রোড। সামিল হাজার হাজার মানুষ। স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য কুচকাওয়াজ চোখ ধাঁধিয়ে দিল সকলের। সকাল ১০টায় রেড রোডে জাতীয় পতাকা উত্তোলন করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেই মুহূর্তেই হেলিকপ্টারে করে পুষ্পবৃষ্টি করা হল রেড রোডে।
স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে পুলিশ আধিকারিকদের পদক দিয়ে সম্মান জানালেন মুখ্যমন্ত্রী। চলতি বছরে ইউনেস্কোর তরফে হেরিটেজ তকমা পেয়েছে বাংলার দুর্গাপুজো। দুর্গাপুজোর ট্যাবলো দেখা গেল স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে। ট্যাবলো প্রদর্শনীর সময় শোনা গেছে মুখ্যমন্ত্রীর কণ্ঠের স্তোত্রপাঠ।
বর্ষাতি পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে নৃত্য পরিবেশন করল ছাত্রছাত্রীরা। অতিমারি আবহে গত দুই বছর পর আবারও রেড রোডে অনুষ্ঠিত হল স্বাধীনতা দিবসের অনুষ্ঠান। এদিন সকালেই রেড রোডে জাতীয় পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী। স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য কুচকাওয়াজ শুরু হয়।
সাংস্কৃতিক অনুষ্ঠানের মাঝেই আবারও চেনা মেজাজে দেখা গেল মুখ্যমন্ত্রীকে। আদিবাসী নৃত্যশিল্পীদের সঙ্গে নাচের তালে পা মেলালেন তিনি। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর এভাবে সামিল হয়ে যাওয়া, এক অন্য মাত্রা যোগ করেছে। মুখ্যমন্ত্রী যোগ দেওয়ার পরেই স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদাও যোগ দেন আদিবাসী নৃত্যশিল্পীদের সঙ্গে। অনুষ্ঠানে উপস্থিত মন্ত্রী, বিধায়ক থেকে দর্শকদের করতালিতে ভরে ওঠে রেড রোড।
স্বাধীনতা দিবসের বিশেষ ট্যাবলোগুলোও এবছর নজর কেড়েছে। দুর্গাপুজোর ট্যাবলো দেখা গেছে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে। ট্যাবলো প্রদর্শনীর সময় শোনা গেছে মুখ্যমন্ত্রীর কণ্ঠের স্তোত্রপাঠ। প্রদর্শিত হয়েছে স্বাস্থ্যসাথী, ঐক্যশ্রী, সবুজ সাথী, দুয়ারে রেশন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ট্যাবলো।