ICC Women’s World Cup : ‌‌২০২৫ সালে মহিলা বিশ্বকাপের আসর বসবে ভারতে

0
477

দেশের সময় ওয়েবডেস্কঃ ২০২৫ সালে মহিলাদের ৫০ ওভারের বিশ্বকাপ হবে ভারতে। অর্থাৎ ২০২৩ সালে পুরুষদের ৫০ ওভারের বিশ্বকাপের দুই বছর পরেই এদেশে আয়োজিত হবে মহিলাদের ওয়ান ডে বিশ্বকাপ। আট দলের এই টুর্নামেন্টে মোট ৩১টি ম্যাচ খেলা হবে এবং এটি ২০২৫ সালের সেপ্টেম্বর-অক্টোবরে আয়োজিত হবে৷

একইসঙ্গে আইসিসিতে পুরুষদের ক্রিকেট কমিটিতে এলেন ভিভিএস লক্ষ্মণ। কমিটিতে এলেন প্রাক্তন কিউয়ি স্পিনার ড্যানিয়েল ভেট্টরিও। বার্মিংহামে আইসিসির বার্ষিক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। মাহেলা জয়বর্ধনের সঙ্গে ক্রিকেট কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে ক্যারিবিয়ান রজার হার্পারকেও। আইসিসির সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে সর্বোচ্চ নিয়ামক সংস্থার নতুন চেয়ারম্যান ঠিক করতে নির্বাচন হবে নভেম্বরে।

চেয়ারম্যানের মেয়াদ হবে দু’বছর। ২০২২ এর ১ ডিসেম্বর থেকে ২০২৪ এর ৩০ নভেম্বর অবধি দায়িত্বে থাকবেন তিনি।  মহিলাদের বিশ্বকাপের জন্য বিড করেছিল বিসিসিআই। সভায় সিদ্ধান্ত হয়, ২০২৫ সালে মহিলাদের বিশ্বকাপ হবে ভারতে। শেষবার ভারতে মহিলাদের বিশ্বকাপ হয়েছিল ২০১৩ সালে।

আবার ২০২৪ সালে মহিলাদের টি–২০ বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেয়েছে বাংলাদেশ। ২০২৬ সালে মহিলাদের কুড়ি–বিশের বিশ্বকাপ হবে ইংল্যান্ডে। ২০০৯ সালের পর আবার সেখানে বসবে মহিলা টি–২০ বিশ্বকাপের আসর। ২০২৭ সালে প্রথম বসবে মহিলাদের চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। আয়োজনের দায়িত্ব পেয়েছে শ্রীলঙ্কা।  

এদিকে ২০২৩ ও ২০২৫ সালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হবে লর্ডসে। ২০২১ সালেও লর্ডসে ফাইনাল হওয়ার কথা ছিল। কিন্তু করোনার জন্য ভারত–নিউজিল্যান্ডের ফাইনাল হয় সাউদাম্পটনে। 

Previous articleJONGOM : বাংলায় মুক্তির আগেই বিদেশের নানা ফিল্ম ফেস্টিভ্যালে সাড়া ফেলল নবাগতা পরিচালক শর্মিষ্ঠা মিত্র চক্রবর্তীর ছবি “জঙ্গম” দেখুন ট্রেলার
Next articleWeather Update: কলকাতায় ক্ষণিকের বৃষ্টি হল বুধবার দুপুরে,দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া? কী জানাচ্ছে হাওয়া অফিস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here