দেশের সময় ওয়েবডেস্কঃ রেজাল্ট বেরোল চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার (HS Result 2022)। ফলাফল ঘোষণা করলেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। এবারেও মেধাতালিকায় জেলার জয়জয়কার। ২৭২ জন আছে প্রথম দশে। ১৪৪ জন ছেলে, ১২৮ জন মেয়ে।
প্রথম , অদিশা দেবশর্মা, দিনহাটা সোনিদেবী জৈন হাইস্কুল, কোচবিহার। ৯৯.৬ শতাংশ, ৪৯৮ পেয়ে প্রথম হয়েছে সে।
দ্বিতীয় হয়েছে সায়নদীপ সামন্ত,পশ্চিম মেদিনীপুরের। ৪৯৭ পেয়েছে সে।
তৃতীয় হয়েছে চার জন। ৪৯৬ পেয়েছে রোহিত সেন, সোহন দাস, অভীক দাস এবং পরিচয় পারি। কলকাতা, হুগলি, কোচবিহার, পশ্চিম মেদিনীপুরের ছাত্র তারা।
চতুর্থ হয়েছে আট জন, ৪৯৫ পেয়ে। তারা পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, কোচবিহার, হুগলির পড়ুয়া তারা।
পঞ্চম হয়েছে ১১ জন, ৪৯৪ পেয়ে। হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, কোচবিহারের পড়ুয়া তারা।
ষষ্ঠ হয়েছে ৩২ জন, ৪৯৩ পেয়েছে। হুগলি, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ ২৪ পরগনা ইত্যাদি জেলা থেকে এসেছে তারা।
সপ্তম ৩৭ জন। কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, কোচবিহার, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ইত্যাদি জেলার পড়ুয়া তারা।
অষ্টম ৫৫ জন। কলকাতা, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, বীরভূম, হুগলি, মালদহ, কোচবিহার, পশ্চিম মেদিনীপুর ইত্যাদি জেলার পড়ুয়া তারা।
নবম ৫৪ জন, ৪৯০ পেয়েছে। বাঁকুড়া, বীরভূম, দুই ২৪ পরগণা, কোচবিহার, দুই মেদিনীপুর, কলকাতা, দুই দিনাজপুর ইত্যাদি জেলার পড়ুয়া তারা।
দশম ৬৯ জন, ৪৮৯ পেয়েছে। নদিয়া, বাঁকুড়া, হুগলি, বীরভূম, দুই ২৪ পরগনা, মুর্শিদাবাদ, কলকাতা, পুরুলিয়া ইত্যাদি জেলার পড়ুয়া তারা।
পর্ষদের ওয়েবসাইট https://wbchse.nic.in/ -এ দেখা যাবে পরীক্ষার্থীদের ফল। এর পরে পরে সংশ্লিষ্ট বিদ্যালয় থেকে মার্কশিট ও সার্টিফিকেট সংগ্রহ করতে হবে শিক্ষার্থীদের।
এই বছর ২ এপ্রিল শুরু হয়েছিল উচ্চমাধ্যমিক। শেষ হয়েছিল ২৭ এপ্রিল। পরীক্ষা শেষ হওয়ার ৪৪ দিনের মাথায় ফল প্রকাশ হল উচ্চমাধ্যমিকের। মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭ লক্ষ ৪৫ হাজার ৬৬। এর মধ্যে ছাত্র রয়েছে ৩ লক্ষ ৩৭ হাজার ২৮ জন। ছাত্রীর সংখ্যা ৪ লক্ষ ৮ হাজার ৩৮ জন। পাশের হার ৮৮.৪৪ শতাংশ। সাত জেলায় পাশের হার সবচেয়ে বিশি। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, কালিম্পং, বাঁকুড়া রয়েছে প্রথম সাতে।
বিগত দু’বছর পর এই বছর নিয়ম মেনে অফলাইন মোডেই নেওয়া হয়েছিল পরীক্ষা। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে মানা হয়েছিল সুরক্ষাবিধি। এ বারই প্রথম ‘হোম সেন্টার’-এ উচ্চমাধ্যমিক পরীক্ষা দিলেন পরীক্ষার্থীরা।
পরের বছর পরীক্ষা হবে ১৪ মার্চ। পূর্ণাঙ্গ সিলেবাসেই হবে পরীক্ষা।